বিচারপতির নির্দেশ, ইডিকে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক নয়ছয়ের মামলায় ইডি এবং সিআইডির কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ইডিকে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন ওই দুই তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে হবে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ২২ লক্ষ টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। ওই ঘটনায় তদন্তে নেমে সিআইডি জানায়, প্রায় ২ কোটি টাকার দুর্নীতি হয়েছে। রিপোর্ট দিয়ে তারা জানায়, ওই বিশ্ববিদ্যালয়ের ১৬টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। প্রাথমিক ভাবে ন’জন অভিযুক্তের নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়। অন্য দিকে, ওই বিষয়ে ইডিও অনুসন্ধান করেছে। বিচারপতি ঘোষের প্রশ্ন, গত বছর জুলাই মাসে তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল ইডি। এখনও পর্যন্ত নতুন রিপোর্ট জমা পড়েনি কেন? হাই কোর্ট জানায়, পরবর্তী শুনানিতে রিপোর্ট জমা দিতে হবে ইডিকে। বিচারপতি জানান, দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দিতে হবে।
প্রসঙ্গত, একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ওই বিশ্ববিদ্যালয়ের রাখা স্থায়ী আমানত ভেঙে দুর্নীতি করা হয়েছে অভিযোগ ওঠে। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই কয়েক জন শীর্ষ আধিকারিক। ওই দুর্নীতির তদন্তে ৪০ জনের সাক্ষ্য নিয়েছে সিআইডি।