Calcutta High Court

আবেদন সত্ত্বেও টেট পরীক্ষার্থীদের গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি দিল না হাই কোর্ট

২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীরা গান্ধীমূর্তির তলায় ধর্না কর্মসূচি করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। পুলিশ সেই অনুমতি দেয়নি। চাকরিপ্রার্থীরা সে সময় উচ্চ আদালতের দ্বারস্থ হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১২:৩৭
Share:

কলকাতা হাই কোর্ট।

গান্ধীমূর্তির পাদদেশে ধর্না চালিয়ে যেতে পারবেন না টেট চাকরিপ্রার্থীরা, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার তাঁদের ধর্না অবস্থান কর্মসূচির অনুমতি দিল না উচ্চ আদালত।

Advertisement

২০১৪ সালের টেট চাকরিপ্রার্থীদের মধ্যে ৫০ জন গান্ধীমূর্তির তলায় ধর্না কর্মসূচি করতে চেয়ে গত মাসে পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন। পুলিশ সেই সময় অনুমতি দেয়নি। চাকরিপ্রার্থীরা তখন উচ্চ আদালতের দ্বারস্থ হন। গত ১৬ সেপ্টেম্বর বিচারপতি রাজাশেখর মান্থা পাঁচ দিনের জন্য ওই কর্মসূচির অনুমতি দিয়েছিলেন। সেই সময়সীমা ২১ সেপ্টেম্বর শেষ হয়েছে।

ফের ধর্না কর্মসূচি করতে চেয়ে হাই কোর্টে আসেন ওই চাকরিপ্রার্থীরা। এই প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের পর্যবেক্ষণ, কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও চাকরিপ্রার্থীরা পাঁচ দিনের জন্য কেন ধর্নায় বসলেন? আদালতের আগের নির্দেশ মানা হয়েছে। তাঁর আরও পর্যবেক্ষণ, আরও বেশি দিন কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলে সিঙ্গল বেঞ্চের আগের রায়কে আবেদনকারীরা চ্যালেঞ্জ করতে পারতেন। তা না করে ফের অনুমতি চাওয়া হচ্ছে। এর পরই ওই ৫০ জন টেট চাকরিপ্রার্থীর আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। অন্য চাকরিপ্রার্থীরা আগেই অন্যত্র ধর্না অবস্থান চালানোর সিদ্ধান্ত নেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement