বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরে নবান্নে বসছে মন্ত্রিসভার বৈঠক। ফাইল চিত্র।
সব ঠিকঠাক চললে আগামী ৮ নভেম্বর বসতে চলেছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক বসবে নবান্নেই। শেষবার মন্ত্রিসভা বসেছিল মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে। পুজোর আগে ১২ অক্টোবর সেই বৈঠক হয়েছিল। অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রী সেই সময় চিকিৎসকদের পরামর্শে বাড়ি থেকে বেরোচ্ছিলেন না। পুজোর ছুটির পর আবার বসতে চলেছে মন্ত্রিসভা। দুই বৈঠকের মাঝেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক।
গত ২৭ অক্টোবর ইডি-র হাতে গ্রেফতার হন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় ওরফে বালু। ওই দিনই আদালত তাঁকে ১০ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল। যদিও আদালতের নির্দেশ মতো, এই হেফাজত শুরুর সময় ধরা হবে গত সোমবার (৩০ অক্টোবর) রাতে হাসপাতাল থেকে তিনি ছাড়া পাওয়ার পর। অতি নাটকীয় কিছু না-ঘটলে, মন্ত্রিসভার আগামী বৈঠকে বালু থাকছেন না ধরেই নেওয়া যায়।
দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর গত শুক্রবার পুজো কার্নিভালের সময় বাইরে বেরোন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্নে যাওয়া শুরু করলেন তিনি। ৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের পরের দিন মমতা আলিপুর মিউজিয়ামে রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয় সম্মেলনী করবেন। ১২ নভেম্বর কালীপুজো। মুখ্যমন্ত্রীর বাড়িতেও কালীপুজো হয়। কালীপুজো মিটে গেলেই রাজ্যে বসবে বিশ্ব বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এর আসর। তাই বিজিবিএস সম্মেলনের আগে মন্ত্রিসভার বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেই মনে করা হচ্ছে। বালুকে নিয়ে কোনও সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নেন কি না, সে দিকেও নজর থাকবে রাজনৈতিক মহলে।