Nabanna

State Planning Committee: সরকারি পরিকল্পনা এবং নজরদারি কমিটির মাথায় বসানো হল ব্যবসায়ীকে! প্রশ্নমালা বিরোধীদের

সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির পরিকল্পনা ও নজরদারির জন্য একটি কমিটি গড়া হবে, যার চেয়ারম্যান হবেন কৌস্তুভ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২২ ০৭:০৭
Share:

গ্রাফিক শৌভিক দেবনাথ

সরকারি পরিকল্পনা এবং নজরদারি কমিটির মাথায় বসানো হল ব্যবসায়ী কৌস্তুভ রায়কে। গত ৯ মে প্রকল্প নজরদারি দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। বলা হয়েছে, সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির পরিকল্পনা ও নজরদারির জন্য একটি কমিটি গড়া হবে, যার চেয়ারম্যান হবেন কৌস্তুভ। এই সিদ্ধান্ত নিয়ে বিরোধীদের প্রশ্ন, সরকারি প্রকল্প দেখাশোনার জন্য আইএএস-সহ আধিকারিকদের উপরে আবার বাইরে থেকে লোক এনে বসানো হবে কেন? তা-ও আবার এমন এক জনকে, যাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।

Advertisement

নির্দেশিকা অনুযায়ী, প্রকল্প নজরদারি দফতর, পরিকল্পনা, পঞ্চায়েত, নারী শিশু সমাজকল্যান, আইন, পিছিয়ে পড়া জাতি উন্নয়ন, সংখ্যালঘু, আদিবাসী দফতর থেকে এক জন করে প্রতিনিধি সেই কমিটিতে থাকবেন। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারের মনোনীত এক জন করে সদস্যও থাকবেন। কমিটি মনে করলে অন্য কোনও দফতরের থেকেও প্রতিনিধি গ্রহণ করতে পারবে। মাসে অন্তত এক বার বৈঠক হবে। সচিবালয়ের সহযোগিতাও পাবে ওই কমিটি।

এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘তৃণমূলের আমলে সরকারি ব্যবস্থা ক্রমশ কলুষিত হচ্ছে। সরকারের উন্নয়নমূলক প্রকল্প দেখার জন্য মন্ত্রীরা তো বটেই, আইএএস অফিসারেরা আছেন। এ বার আইএএস অফিসারদের বাইরে থেকে নিয়ে আসা ব্যবসায়ী, অভিযুক্ত, জেল-খাটা লোকজনের কথা শুনতে হবে! সরকারি আধিকারিদের কাছে এর চেয়ে লজ্জার আর কী?’’

Advertisement

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের মন্তব্য, ‘‘প্রশাসনের বেসরকারিকরণের নতুন নমুনা তৈরি করছে তৃণমূল সরকার। দল আর সরকারের ফারাক, সরকার পরিচালনার নিয়ম-কানুন কোনও কিছুই মানার বালাই নেই।’’ রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা, কংগ্রেসের আব্দুল মান্নানের বক্তব্য, ‘‘জনমানসে যত কোণঠাসা হচ্ছেন, মুখ্যমন্ত্রী তত পুলিশ-নির্ভর এবং সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করে টিকে থাকতে চাইছেন। তিনি একটি সংবাদমাধ্যমের কর্ণধার। এমন ব্যক্তিকে সরকারি কমিটির মাথায় বসালে সংবাদমাধ্যমকে হাতে রাখতেও সুবিধা হয়। মুখ্যমন্ত্রী এই কায়দায় সংবাদ সংক্রান্ত আরও নানা সংস্থার লোকজনকে নানা জায়গায় নিয়ে গিয়ে বসিয়েছেন।’’

যাঁকে নিয়ে এই বিতর্ক, সেই কৌস্তুভ রায় এ দিন বলেন, ‘‘এই ধরনের কমিটি সম্পর্কে আমার কাছে কোনও খবর নেই। আমি কিছুই জানি না। যাঁরা সমালোচনা করছেন, তাঁরাই এ সব বানিয়ে ছড়িয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement