Bull

হাইড্রান্টে পড়ে গেল ষাঁড়, ক্রেন দিয়ে উদ্ধার বালুরঘাটের দমকলকর্মীদের

স্থানীয়রা জানিয়েছেন, সাতসকালে এলাকার লোকজনই প্রথমে ষাঁড়টিকে হাইড্রান্টে পড়ে থাকতে দেখেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১৭:৫৭
Share:
Advertisement

হাইড্রান্টে পড়ে যাওয়া একটি ষাঁড়কে ক্রেনের সাহায্যে উদ্ধার করলেন দমকলকর্মীরা। মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের হিলি মোড় এলাকায় এই উদ্ধারকাজ দেখতে ভিড় জমে যায় স্থানীয়দের।

স্থানীয় সূত্রে খবর, সাতসকালে এলাকার লোকজনই ষাঁড়টিকে হাইড্রান্টে পড়ে থাকতে দেখেন। স়ঞ্জয় দাস নামে এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘হাইড্রান্টের কাছে খাবার খেতে এসেছিল ষাঁড়টি। সে সময়ই ষাঁড়টি কোনও ভাবে হাইড্রান্টে পড়ে যায়।’’ তিনি জানিয়েছেন, এলাকার বাসিন্দারাই প্রথমে ষাঁড়টিকে উদ্ধারের চেষ্টা করেন। তবে হাইড্রান্ট হওয়ায় অনেকটা নীচে ছিল ষাঁড়টি। ফলে উদ্ধার করতে বেশ অসুবিধায় পড়েন এলাকার বাসিন্দারা। সময় নষ্ট না করে বালুরঘাট দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। এর পর একটি ক্রেনে দড়ি বেঁধে ষাঁড়টিকে ধীরে ধীরে হাইড্রান্ট থেকে তুলে আনেন তাঁরা।

Advertisement

দমকল সূত্রে খবর, উদ্ধারের পর সুস্থ রয়েছে ষাঁড়টি। তবে কী ভাবে সেটি হাইড্রেনে পড়ে গেল, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement