Rupee

Viral: পুরনো ৫ টাকার নোট দিলেই পাবেন ৩০ হাজার টাকা! তবে শর্ত রাখছে কয়েনবাজার

কী সেই শর্ত দেখে নিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১৫:৫৮
Share:

ফাইল চিত্র।

অল্প সময়ে টাকা রোজগারের চিন্তা করছেন? আপনার কাছে ৫ টাকার নোট থাকলেই কেল্লা ফতে। চটজলদি পেয়ে যাবেন ৩০ হাজার টাকা। এমনই লোভনীয় প্রস্তাব দিচ্ছে কয়েনবাজার ডট কম। তবে বেশ কিছু শর্তও রেখেছে তারা।

Advertisement

কী সেই শর্ত?

আপনার কাছে থাকা ৫ টাকার নোটের পিছনে ট্রাক্টরের ছবি থাকতে হবে। নোটের উপর ৭৮৬ নম্বরটি থাকতে হবে। পুরনো এবং বিরল নোটের কেনাবেচা করে কয়েনবাজার।

Advertisement

সম্প্রতি এ রকমই আরও একটি বিজ্ঞাপন দিয়েছে কয়েনবাজার। সেখানে বলা হয়েছে কারও কাছে ১৯৭৭-৭৯ সালের পুরনো ১ টাকার নোট থাকলে কয়োনবাজারকে সেই নোট দিলেই তারা আপনাকে ৪৫ হাজার টাকা দেবে। তবে এখানেও শর্ত আছে। টাকাতে অর্থমন্ত্রকের প্রাক্তন প্রধান সচিব হিরুভাই এম পটেলের সই থাকতে হবে।

মঙ্গলবার অবশ্য এই সাইটে লগইন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন নেটাগরিকরা। প্রচুর সংখ্যক মানুষ একসঙ্গে সাইটে ঢুকতে চাওয়ায় সাইটটি ক্র্যাশ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement