বুদ্ধদেব ভট্টাচার্য।
করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের ফুসফুসের সমস্যা বুঝতে শনিবার স্ক্যান করার পরিকল্পনা মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের। আপতত বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন তিনি। মিনিটে ৪লিটার অক্সিজেন দিয়ে স্যাচুরেশনের মাত্রা ৯২ থেকে ৯৩ শতাংশ থাকছে। বৃহস্পতিবার রাতে ভাল ঘুম হয়েছে বুদ্ধদেবের। স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সজাগ এবং সচেতন রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন।
গত ২৫ মে বুদ্ধদেবকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই স্ক্যান করে তাঁর ফুসফুসে কিছু পরিবর্তন লক্ষ করেন চিকিৎসকরা। পুরনো স্ক্যান রিপোর্টের সঙ্গেও তুলনা করে দেখা হয়। শনিবার আবার তাঁর স্ক্যান করার পরিকল্পনা রয়েছে এবং সেই রিপোর্ট মঙ্গলবারের রিপোর্টের সঙ্গে তুলনা করে দেখা হবে। গত কয়েক দিনের চিকিৎসায় ফুসফুসের সমস্যার কোনও পরিবর্তন হয়েছে কিনা দেখবেন চিকিৎসকরা। পাশাপাশি মঙ্গলবার হাসপাতালে ভর্তির পর রক্ত পরীক্ষায় দেখা যায়, তাঁর শরীরে সাইটোকাইন ঝড়ের ইঙ্গিতবাহী আইএল-৬-এর মাত্রা বেড়ে ৮০ ছাড়িয়েছে। সাইটোকাইন ঝড় এড়াতে বুদ্ধদেবকে রেমডিসেভির ও স্টেরয়েড দেওয়া হয়। আপতত আইএল-৬-এর পরিমাণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানান চিকিৎসক।