—প্রতীকী ছবি।
লোকসভা নির্বাচনের আগে রাজ্যে আবার মেরুকরণের রাজনীতির লক্ষ্যে এগোচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। কিন্তু এই ‘সাজানো দ্বৈরথে’র মোকাবিলা করেই ব্রিগেডে সমাবেশ হবে বলে দাবি করল সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, ‘‘যৌবনের ডাকে জনতার ব্রিগেড হবে আগামী ৭ জানুয়ারি।’’ রাজ্য জুড়ে ‘ইনসাফ যাত্রা’র পরে ৭ তারিখ ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সমাবেশের জন্য আনুষ্ঠানিক ভাবে প্রশাসনিক অনুমতি এখনও পাওয়া যায়নি। তবে ব্রিগেডেই সমাবেশ করার লক্ষ্যে এগোচ্ছে সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিটে মঙ্গলবার দলের রাজ্য সম্পাদক সেলিম বলেছেন, ‘‘বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্য দেশের। সেই ঐতিহ্য অটুট রাখতে এ রাজ্যের পাশাপাশি সারা দেশে লড়াইয়ে আছেন বামপন্থীরা। খেটে-খাওয়া মানুষ, সমান অধিকারের দাবিতে মহিলারা, উচ্ছেদ হওয়া হকার সকলে সমবেত হতে চাইছেন। রাজ্যের এবং কেন্দ্রের দুই সরকারকে চাইছেন না তাঁরা।’’ স্বামী বিবেকানন্দকে বিজেপির রাজ্য সভাপতি ‘অসম্মান’ করেছেন বলে অভিযোগ করে প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল। এই প্রসঙ্গে সেলিমের মন্তব্য, ‘‘বিবেকানন্দই বলেছিলেন যে, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। এখানে বিবেকানন্দ উপলক্ষ। দু’পক্ষেরই আসল লক্ষ্য, কে বেশি বাঙালি, সেটা প্রমাণ করা!’’ পাশাপাশিই সিপিএমের রাজ্য সম্পাদকের বক্তব্য, ‘‘আরএসএস মনে করছে, বামপন্থীদের শক্তি বাড়লে বিপদ। ওদের কাছে মন্দের ভাল তৃণমূল। কারণ, তৃণমূল থাকলে ওদের সাংগঠনিক বিস্তার হওয়া সুবিধাজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ও আরএসএস-কে সন্তুষ্ট রাখছেন।’’