টুকরো খবর

নিরাপত্তার কারণে মঙ্গলবার রাতে আলিপুর জেল থেকে দমদম জেলে পাঠানো হল সারদা মামলার তিন অভিযুক্ত দেবব্রত সরকার (নিতু), অরবিন্দ চৌহান এবং সোমনাথ দত্তকে। কারা দফতর সূত্রে বলা হচ্ছে, আলিপুর জেলেই রয়েছেন ওই মামলার আরও তিন অভিযুক্ত সুদীপ্ত সেন, মনোজ নাগেল এবং সন্ধির অগ্রবাল। এক জেলে এক মামলার এত জন বন্দি থাকলে তাঁদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে মনে করেই সরানো হল নিতুদের।

Advertisement
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৭
Share:

জেল বদল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

Advertisement

নিরাপত্তার কারণে মঙ্গলবার রাতে আলিপুর জেল থেকে দমদম জেলে পাঠানো হল সারদা মামলার তিন অভিযুক্ত দেবব্রত সরকার (নিতু), অরবিন্দ চৌহান এবং সোমনাথ দত্তকে। কারা দফতর সূত্রে বলা হচ্ছে, আলিপুর জেলেই রয়েছেন ওই মামলার আরও তিন অভিযুক্ত সুদীপ্ত সেন, মনোজ নাগেল এবং সন্ধির অগ্রবাল। এক জেলে এক মামলার এত জন বন্দি থাকলে তাঁদের নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারে মনে করেই সরানো হল নিতুদের।

Advertisement

জামিন মঞ্জুর হল না দেবযানীর


বালুরঘাট আদালত চত্বরে দেবযানী মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থার বিরুদ্ধে প্রতারণার মামলায় মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আদালতে হাজিরা দিলেন দেবযানী মুখোপাধ্যায়। পুলিশি প্রহরায় কলকাতা থেকে গৌড় এক্সপ্রেসে এ দিন সকালে দেবযানীকে বালুরঘাটে আনা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা (দ্বিতীয়) আদালতে তাঁকে তোলা হয়। সরকারি কৌঁসুলি সুভাষ চাকী বলেন, “বুনিয়াদপুরে সারদা ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস কোম্পানি খুলে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ভ্রমণের টোপ দিয়ে বহু গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল। সম্প্রতি ওই মামলার চার্জশিট জমা দিয়েছে পুলিশ।” পুলিশ সূত্রের খবর, ১৫ মাসের কিস্তিতে ৫২ হাজার টাকার বিনিময়ে ট্যুর প্যাকেজ চালু করে সারদা। গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ শুরু হয়। কিন্তু তেরো মাস পরেই ঝাঁপ বন্ধ করে দেয় সারদা। এ দিন দেবযানীর পক্ষের আইনজীবী পিন্টু সরকার বিচারকের কাছে তাঁর মক্কেলের জামিনের আবেদন করলে তা নাকচ করে দেন বিচারক। বিচারক মহীতোষ দত্ত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ২৬ সেপ্টেম্বর। হাজিরার পরে তাঁকে কলকাতা নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement