ব্রাত্য বসু। —ফাইল চিত্র।
পড়শি দেশের জনপ্রিয় শিল্পীর নাটক দেখতে চাইলেও ভোট দিতে হবে তৃণমূল নেতাদের পছন্দের প্রার্থীকে! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্যে মিলল সেই ইঙ্গিত। রবিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে শুরু হয়েছে নাট্য উৎসব। এসেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। তাঁকে মঞ্চে বসিয়ে ব্রাত্য বলেন, ‘‘মোশারফকে এনে নারায়ণ (জেলা সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক) কত বড় কাজ করেছেন, বলে বোঝাতে পারব না। আমি এই প্রসঙ্গে একটি রাজনৈতিক কথা বলতে চাই। দাবি উঠেছে, সামনের বারও মোশারফ করিমকে চাই। সেটা সম্ভব হবে, যদি ২০২৪ সালের লোকসভা ভোটে অশোকনগর থেকে কাকলি ঘোষ দস্তিদার বিপুল ভোটে লিড পান।’’ ব্রাত্যের মতে, ‘‘তা হলে নারায়ণের পক্ষে মোশারফ করিমকে আনার কাজটা আরও সহজ হয়ে যায়।’’ এর পরেই মন্ত্রী বলেন, ‘‘কাকলি ঘোষ দস্তিদারকে বিপুল ভোটে জয়ী করান লোকসভা ভোটে। এই কথাটাও বলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।’’
ব্রাত্যের এই মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। কাকলি গত বার বারাসত আসন থেকে সাংসদ হয়েছেন। ব্রাত্যের বক্তব্য নিয়ে মুখ খুলতে চাননি তিনি। দলের স্থানীয় নেতারাও অনেকে জনান্তিকে বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। নারায়ণ মন্তব্য করতে চাননি।
মন্ত্রীর বক্তব্যের সরাসরি নিন্দা করছে বিরোধীরা। অশোকনগরের প্রাক্তন বিধায়ক, সিপিএমের সত্যসেবী কর বলেন, ‘‘নাট্য উৎসবের মঞ্চে দাঁড়িয়ে ভোটের প্রচার একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব। উনি (ব্রাত্য) তো আগে নাট্যব্যক্তিত্ব ছিলেন। তৃণমূলে ঢুকে তৃণমূল হয়ে গিয়েছেন!’’
করিম অবশ্য কোনও জটিলতায় ঢোকেননি। উদ্বোধনের মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘আমি এ দেশে নাটক করতে বেশি করে আসতে চাই। আমার এখানে আসতে ভাল লাগে।’’