বনি সেনগুপ্ত-কুন্তল ঘোষ। ফাইল চিত্র ।
কুন্তল ঘোষের থেকে নেওয়া নিয়োগ দুর্নীতির টাকা ফেরত দেবেন বলে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। ‘কথা রেখে’ কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র ‘হাতে’ মোট ৪৪ লক্ষ টাকা তুলে দিলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত। বৃহস্পতিবার তিনি ওই টাকা সরাসরি কুন্তলের অ্যাকাউন্টে ফেরত দিয়েছেন বলে সূত্রের খবর। তবে কুন্তলের ওই অ্যাকাউন্ট বর্তমানে ইডির তত্ত্বাবধানে রয়েছে। সন্ধ্যার পরে ওই অর্থ নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছে।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ইডির হাতে গ্রেফতারের পর তাঁর এক ঘনিষ্ঠের সঙ্গে যোগসূত্র মেলে বনির প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। কুন্তল ‘ঘনিষ্ঠ’ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিংয়ের কাজ করেছিলেন অভিনেত্রী। এর পর নাম আসে বনিরও। কুন্তল জেরার মুখে ইডি আধিকারিকদের কাছে দাবি করেছিলেন, নিয়োগ দুর্নীতিতে বাজার থেকে তোলা টাকার মধ্যে তিনি বনিকে ৪০ লক্ষ দিয়েছিলেন গাড়ি কিনতে। এর পরই সিজিও কমপ্লেক্সে ডাক পান বনি। দু’দফায় জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। প্রশ্ন করা হয় বনির বিদেশযাত্রা অর্থের উৎস নিয়েও। এর পর বনি ইডিকে জানিয়েছিলেন, কুন্তলের দেওয়া ৪০ লক্ষ টাকায় তিনি গাড়ি কিনেছিলেন। ইডি সূত্রের খবর, বনি দাবি করেছিলেন, ২০১৭ সালে কুন্তলের দেওয়া সেই টাকা তিনি সরাসরি নেননি। পরিবর্তে সেই টাকা পাঠানো হয়েছিল গাড়ির শো-রুমে। এ-ও দাবি করেন, তিনি গাড়ি কেনার জন্য টাকা নিলেও পরে কুন্তল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং তার জন্য কোনও পারিশ্রমিক না নিয়ে তিনি ওই টাকা ধৃত যুবনেতাকে শোধ করে দিয়েছিলেন।
ইডি-র জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনে সিজিও থেকে বেরনোর পথে বনিকে টাকা ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে বনি বলেছিলেন, তিনি এই বিষয়ে ভেবে দেখবেন।
ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় তিনি নাকি কেঁদেও ফেলেছিলেন। মনে করা হচ্ছিল কুন্তলের দেওয়া টাকা কী ভাবে ফেরাবেন, তা নিয়েই চাপে পড়েছেন অভিনেতা। কিন্তু বৃহস্পতিবারই তিনি ৪৪ লক্ষ টাকা ফেরত দিয়ে দিয়েছেন বলে ইডি সূত্রে খবর।