Bogtui

বগটুইকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই, নাম রয়েছে আট অভিযুক্তের

বীরভূমে বগটুইয়ে ১০ জনকে হত্যার ঘটনায় সোমবার রামপুরহাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে আট অভিযুক্তের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১৫:২৯
Share:

বগটুই কাণ্ডে সোমবার রামপুরহাট আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। ফাইল চিত্র।

বগটুইকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট (অতিরিক্ত চার্জশিট) জমা দিল সিবিআই। সোমবার বীরভূমের রামপুরহাট আদালতে এই চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে নাম রয়েছে আট অভিযুক্তের।

Advertisement

ধৃত আট অভিযুক্ত হলেন বিকির আলি, নুর আলি, শের আলি ওরফে কালো, শেখ আসিফ, জোসেফ হোসেন, শেখ জামিপুল, শেখ খাইরুল ও শেখ বালু।

প্রসঙ্গত, চলতি বছরের ২১ মার্চ রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। সেই খুনের পর রাতে বগটুই গ্রামে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তার জেরে ১০ জনের মৃত্যু হয়। এই ঘটনায় ওই আট জনের বিরুদ্ধে সোমবার অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই।

Advertisement

গত জুন মাসে বগটুইকাণ্ডের প্রথম চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের মামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সিলবন্ধ খামে সে বার চার্জশিট জমা দিয়েছিল সিবিআই।

বগটুইয়ের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। গত ২২ মার্চ এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছিল রাজ্য সরকার। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূল নেতা আনারুল হোসেনের বিরুদ্ধে। গত ২৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আনারুলকে গ্রেফতার করা হয়। ২৫ মার্চ কলকাতা হাই কোর্টের নির্দেশে এই ঘটনায় তদন্তভার গ্রহণ করে সিবিআই। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছিলেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement