মিউকরমাইকোসিস ছত্রাক সংক্রমণ ক্রমশ বাড়ছে।‘মিউকরমাইকোসিস’,যা আদৌ ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নয়, অথচ ঘটনাচক্রে, এই নামেই আমজনতার কাছে অনেক বেশি পরিচিত। এই সংক্রমণের উপসর্গ কী? এই সংক্রমণ থেকে নিরাময় পেতে কী ধরণের চিকিৎসার প্রয়োজন? কোথায় হয় সেই চিকিৎসা? সেই চিকিৎসা কি ব্যয়বহুল? এসব নিয়েই আনন্দবাজার ডিজিটালের মুখোমুখি স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন-এর অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, চিকিৎসক বিভূতি সাহা।