BJP

যৌন হেনস্থা, অভিযোগ বিজেপির যুবনেতার

পুলিশ সূত্রের খবর, ওই যুব মোর্চার নেতার অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে তিনি সিকিম ঘুরতে গিয়েছিলেন গত ২৫ অক্টোবর। সেখানে ২৯ অক্টোবর পর্যন্ত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২২ ০৭:২০
Share:

পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ফাইল চিত্র।

বিজেপির আইনজীবী সেলের নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মারধর, ভয় দেখানো এবং যৌন নির্যাতনের চেষ্টার মামলা দায়ের করলেন দলেরই যুব মোর্চার এক নেতা। বুধবার ওই যুবনেতার তরফে আইনজীবী সেলের নেতা লোকনাথ চট্টোপাধ্যায়, রাকেশ কুমার, রাহুল এবং বিনোদ সিংহের বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, ওই যুব মোর্চার নেতার অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে তিনি সিকিম ঘুরতে গিয়েছিলেন গত ২৫ অক্টোবর। সেখানে ২৯ অক্টোবর পর্যন্ত ছিলেন। অভিযোগ, সেই সময় ওই নেতাকে মারধর, হুমকি ও যৌন হেনস্থার চেষ্টা করা হয়। ফেরার তিন দিন পরে তিনি পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ জানিয়েছে, যুব মোর্চার ওই নেতা দলের আইটি সেলের দায়িত্বে। পুলিশের এক অফিসার জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সিকিমে অর্থাৎ ভিন্ রাজ্যের কোনও হোটেলে। সাধারণত ঘটনাস্থল যেখানে হয়, সেখানকার পুলিশ তদন্ত করে। সেই হিসাবে ওই তদন্ত সিকিম পুলিশের কাছে পাঠিয়ে দেওয়াও হতে পারে।

Advertisement

দলের তরফে শুক্রবার এ নিয়ে কেউ কোনও কথা বলেননি। অভিযুক্তদের বক্তব্য, তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এ নিয়ে যা বলার দলের রাজ্য সভাপতিই বলবেন।

তবে সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের কাছে এই বিষয়ে কিছু তথ্য-প্রমাণ-সহ অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে। সমস্ত দিক বিবেচনা করে শনিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলনে নিজের বক্তব্য জানাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement