নিজস্ব চিত্র
বীরভূমের রামপুরহাট শহরের মল্লারপুর থানা এলাকায় এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম জাকির হোসেন, বয়স ৫০। ভোটের ফল প্রকাশের পরে বেশ কয়েক দিন ঘরছাড়া ছিলেন তিনি। তার পর গত ৮ মে বাড়ি ফেরার চেষ্টা করেন। কিন্তু সেই দিনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত হন জাকির।
জাকিরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ার কলকাতার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের লোকেরা। কলকাতায় যাওয়ার পথেই মৃত্যু হয় জাকিরের।
তবে এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মল্লারপুর কোট গ্রামের স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁদের তরফ থেকে বলা হয়, যে কোনও মৃত্যুই দুঃখজনক ঘটনা। মৃতের পরিবারের সদস্যদের পুলিশে অভিযোগ করার পরামর্শও দেন তাঁরা। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের পাশে দল থাকবে না বলেও জানিয়েছে তৃণমূল।