ফাইল চিত্র
ভোট পরবর্তী হিংসা মামলার রায় আসলে দেশের সামনে ‘সত্যি’ তুলে ধরেছে, রায় প্রকাশ্যে আসার পর মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বললেন, ‘‘রায় নিয়ে আনন্দের কিছু নেই। এই রায় আসলে আমাদের অধিকার।’’ বৃহস্পতিবার ভোট পরবর্তী সময়ে খুন, ধর্ষণ এবং অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দেয় হাই কোর্ট। ‘অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ’ ঘটনায় ৩ সদস্যের সিট গঠনের নির্দেশও দেয় আদাত। আগামী ছ’মাসের মধ্যে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়। এ নিয়ে দিলীপ বলেন, ‘‘বাংলার বাস্তব পরিস্থিতি নিয়ে একটি গণতান্ত্রিক দেশের অধিবাসী হিসাবে আমরা লজ্জিত, দুঃখিত। গণতন্ত্রকে যে ভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, সাংবিধানিক ব্যবস্থাকে ক্ষতবিক্ষত করা হয়েছে, তা সকলে মেনেছেন। মুখ্যমন্ত্রী তা মানেননি। কিন্তু আদালত মেনেছে।’’
ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সিট গঠন করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সেই তদন্ত হবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির নজরদারিতে। সেই নিয়েও দিলীপ বলেছেন, ‘‘এ বার অত্যাচারিত মানুষেরা ন্যায় পাবেন, দোষীরা শাস্তি পাবেন। এটা খুশির বিষয় নয়, এ আমাদের অধিকার। প্রায় ৭০-৮০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন। এখনও এক হাজারের বেশি মানুষ ঘর ছাড়া। আজ সবার সামনে সত্যিটা প্রকাশিত হল, আদালত তাকে স্বীকৃতি দিল।’’
ঘটনা নিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটারে লিখেছেন, ‘‘হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওঁরা নির্দেশ দিয়েছেন। সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে। আমরা মনে করি কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে হাই কোর্টের মন্তব্য নিয়ে এখন কোনও মন্তব্য করছি না।’’