Afghanistan Earthquake: তালিবানি হুঙ্কারের মধ্যেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

বৃহস্পতিবার সেখানকার স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।  রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১২:১৬
Share:

ভূমিকম্পের জেরে ফাটল বাড়িতে।

তালিবানের পুনরুত্থানে এমনিতেই দিশেহারা অবস্থা। তার মধ্যেই ফের ভূমিকম্প হল আফগানিস্তানে। বৃহস্পতিবার সেখানকার স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৫। ১৭ অগস্ট, মঙ্গলবারও ভূমিকম্প অনুভূত হয়েছিল সে দেশে।

আফগানিস্তানের বরাজক থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে খিঞ্জ এলাকায় ছিল ভূমিকম্পের উৎসস্থল। কাবুল থেকে তা প্রায় ১২২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমান এখনও পর্যন্ত জানা যায়নি।

Advertisement

মঙ্গলবারও ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। ফৈজাবাদ থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। স্থানীয় সময় সকাল ৬টা ৮ মিনিট নাগাদ অনুভূত হয়েছিল কম্পন। এ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার ভূমিকম্প হল সে দেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement