ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারের শিক্ষা এবং নারী ও শিশু কল্যাণ দফতরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামবে বিজেপি। একই বিষয়ে আদালতের দ্বারস্থও হবে তারা।
সম্প্রতি সিএজি রিপোর্টে উল্লিখিত রাজ্যের শিক্ষা দফতরের কিছু ‘অনিয়ম’ নিয়ে চর্চা হচ্ছে। নিরাপত্তার কারণ দেখিয়ে কন্যাশ্রী প্রকল্পের তথ্যও রাজ্য সরকার দেয়নি বলে রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু মঙ্গলবার বলেন, ‘‘রাফালের তথ্য বাইরে চলে এল! সেখানে কন্যাশ্রীর তথ্য নিরাপত্তার কারণে দেওয়া যাবে না, এটা কেমন কথা? কন্যাশ্রী তো প্রতিরক্ষার বিষয় নয়! আমরা শিক্ষা দফতরের নিয়োগ এবং কন্যাশ্রী— দুই ক্ষেত্রের অনিয়মের প্রতিবাদেই আন্দোলনে নামব। মামলাও করব।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।