—ফাইল চিত্র।
কাট মানি ফেরতের দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনের কর্মসূচি বিজেপির। বিক্ষোভ হবে কলকাতাতেও।
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন, ‘‘আগামী ১ এবং ২ জুলাই প্রতিটি জেলায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল নেতাদের বাড়ির সামনে ধর্না আন্দোলন হবে।’’ তাঁর দাবি, ইতিমধ্যেই ২ জুলাই হাজরা মোড়ে সভা করার অনুমতি চাওয়া হয়েছে পুলিশের কাছে। অনুমতি না মিললে তাঁরা মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে অভিযান চালাবেন বলেও জানিয়েছেন সায়ন্তন।
অন্য দিকে এ দিন দিল্লিতে রাজ্য দলের সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘‘সাধারণ মানুষের আন্দোলনে যোগ দেবে বিজেপির যুব মোর্চা। তারাই এই আন্দোলনের নেতৃত্ব দেবে।’’
জুন মাসেই বিজেপির লালবাজার অভিযান ঘিরে উত্তাল হয়েছিল শহর। রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা, কাট মানি ফেরতের দাবি নিয়ে বিজেপির আন্দোলন ঘিরে ফের রাজ্য জুড়ে অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে দিলীপবাবুর দাবি, ‘‘আমরা শান্তিপূর্ণ ভাবেই আন্দোলনে নামব। তবে প্রশাসন যদি অশান্তির উস্কানি দেয়, তা হলে তার দায় তাদেরই নিতে হবে।’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।