BJP

Sukanta Majumder: সিঙ্গুরে সুকান্ত, ডেউচায় শুভেন্দু, বাণিজ্য সম্মেলন শুরুর দিনই জোড়া কর্মসূচি বিজেপির

বিজেপির তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ন’টা নাগাদ সিঙ্গুরের খাসের ভেড়ি এলাকা পরিদর্শন করবেন সুকান্ত। সেখানে স্থানীয়দের সঙ্গেও কথা বলবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ০০:১৭
Share:

ফাইল ছবি।

রাজ্য সরকারের উদ্যোগে নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন হবে যখন, বুধবার সেই সময়ে বীরভূমের ডেউচা-পাঁচামিতে গিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি। প্রায় একই সময়ে সিঙ্গুরও যাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

করোনার কারণে দু’বছর বন্ধ থাকার পর ২০ এপ্রিল, বুধবার থেকে ফের শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউটাউনের কনভেনশন সেন্টারে ওই সম্মেলন দু’দিন ধরে চলবে। প্রতিবাদের জন্য সেই দিনকেই বেছে নিয়েছে বঙ্গ বিজেপি। আগেই জানা গিয়েছিল, বুধবার বিধায়কদের নিয়ে ডেউচা-পাঁচামি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বার জানা গেল, সে দিনই সিঙ্গুরের কারখানা চত্বরে যাবেন সুকান্ত। বিজেপির তরফে জানানো হয়েছে, সকাল সাড়ে ন’টা নাগাদ সিঙ্গুরের খাসের ভেড়ি এলাকা পরিদর্শন করবেন সুকান্ত। সেখানে স্থানীয়দের সঙ্গেও কথা বলবেন বিজেপির রাজ্য সভাপতি। দেখানো হতে পারে প্রতীকী বিক্ষোভও।

Advertisement

বেলা সাড়ে বারোটায় বর্ধমানে বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন সুকান্ত। তার পর সেখান থেকে চলে যাবেন বীরভূমের মল্লারপুরে পূর্ণচন্দ্র লাহার বাড়িতে। মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির দাবি পূর্ণচন্দ্র তাদের দল করতেন। যদিও তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে স্পষ্ট জানিয়েছে মৃতের পরিবার।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী ডেউচা-পাঁচামিকে বিনিয়োগের পীঠস্থান হিসেবে তুলে ধরার পরিকল্পনা করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, একই দিনে সেখানে বিক্ষোভ দেখিয়ে রাজ্যে বিনিয়োগের পরিস্থিতি নেই, তা তুলে ধরতে চান শুভেন্দুরা। পাশাপাশি, রাজ্যের রাজনৈতিক ইতিহাসের অন্যতম মাইল ফলক হিসেবে চিহ্নিত সিঙ্গুরকেও বিনিয়োগের বদ্ধভূমি হিসেবে তুলে ধরতে মরিয়া বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement