ফাইল চিত্র
দলবদল নিয়ে সোমবার ফের মুখ খুললেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শরীরের অতিরিক্ত মেদের সঙ্গে দলবদলুদের তুলনা করলেন দিলীপ। বললেন, ‘‘এখন বিশেষ একটা পরিস্থিতি চলছে। আমরা আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাঁরা কষ্টের মধ্যে আছেন। তাঁদের সামলানোর চেষ্টা করছি আমরা।’’ এরপরেই সাংবাদিকরা দলবদল নিয়ে প্রশ্ন করেন। দিলীপ তার উত্তরে বলেন, ‘‘শরীরে হঠাৎ চর্বি বেড়ে গেলে হয়তো দেখতে ভাল লাগে, ভরা ভরা লাগে, কিন্তু সেই চর্বিটা ঝরে গেলেই শরীরের পক্ষে ভাল। এখন আমাদের চর্বি কম হচ্ছে আস্তে আস্তে। এরপর আমাদের আসল স্বাস্থ্যটা বোঝা যাবে।’’
বিধানসভা ভোটের আগে তৃণমূল ও অন্য দল থেকে অনেককেই দলে টেনেছিল বঙ্গ বিজেপি। তখন রাজ্য সভাপতি দিলীপ বলতেন, ভোটে জিততে হলে দল বড় করতেই হবে। কিন্তু সেই ‘বড়’ দলেই যখন ফের ভাঙন শুরু হয়েছে, তখন ছেড়ে যাওয়া বিজেপি নেতাদের শরীরের অতিরিক্ত মেদের সঙ্গে তুলনা করলেন তিনি। দিলীপ রবিবারই দল ছেড়ে গিয়েছেন যাঁরা, তাঁদের কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, ‘‘দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে, যাঁরা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছেন। যাঁরা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপি-তে থাকতে পারবেন না।’’