BJP

‘গীতা’ হাতে বিক্ষোভে বিজেপি, জারি ‘বয়কট’ও

বিরোধী দলের তরফে শুক্রবার বিধানসভায় এই মর্মে মুলতবি প্রস্তাব আনা হয়েছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই প্রস্তাব পাঠ করার অনুমতি দেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৯:০৬
Share:

—প্রতীকী ছবি।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মন্তব্যের প্রতিবাদে এ বার বিধানসভায় সরব হল বিরোধী দল বিজেপি। সম্প্রতি একটি অনুষ্ঠানে ফিরহাদ বলেছিলেন, যাঁরা অন্য ধর্মে আছেন, তাঁদের ইসলামে ‘দাওয়াত’ দিয়ে নিয়ে আসতে হবে এবং তাতে ‘জন্নতে’র পথ প্রশস্ত হবে। ওই মন্তব্যের প্রতিবাদে আগেই কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ করেছিল বিজেপি। বিরোধী দলের তরফে শুক্রবার বিধানসভায় এই মর্মে মুলতবি প্রস্তাব আনা হয়েছিল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই প্রস্তাব পাঠ করার অনুমতি দেননি। কক্ষত্যাগ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা এর পরে বাইরে ‘গীতা’ হাতে বিক্ষোভে শামিল হন। শুভেন্দুর বক্তব্য, সংবিধানের নামে শপথ গ্রহণ করে এক জন মন্ত্রী এমন কথা কী ভাবে বলতে পারেন? তার পরেও কী ভাবে পদে থেকে যেতে পারেন? ফিরহাদের ওই মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় তাঁর দফতর নিয়ে কোনও প্রশ্ন বা উল্লেখ করার বিষয় না রাখার সিদ্ধান্ত আগেই নিয়েছে বিজেপি। সেই ‘বয়কট’ তারা চালিয়ে যাবে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য বৃহস্পতিবারই মন্তব্য করেছিলেন, বাইরের বিষয় নিয়ে এসে বিধানসভায় এমন সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। বিজেপি বিধায়কদের পাল্টা দাবি, ‘বিধানসভার বাইরে’র বিষয় বলে ধরতে গেলে রাজ্যের প্রায় কোনও কিছু নিয়েই সভায় আলোচনা করা যাবে না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement