BJP

সিঙ্গুরে ‘ধর্ষিতা’কে নিয়ে বিজেপির মিছিল

সোমবার দুপুরে নির্যাতিতাকে নিয়ে মিছিল করে সিঙ্গুর থানায় আসেন বিজেপিকর্মীরা। রমেশকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।

Advertisement

দীপঙ্কর দে

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২০ ০৫:৩৭
Share:

প্রতীকী ছবি।

ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তপ্ত হল জেলা রাজনীতি। ‘নির্যাতিতা’কে মিছিলে হাঁটিয়ে বিতর্কের মুখেও পড়ল বিজেপি।

Advertisement

সিঙ্গুরের বড়াই-পহলামপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক বধূর অভিযোগ, গত ১১ জুন তাঁকে ধর্ষণ করে তৃণমূলকর্মী রমেশ কোলে। সোমবার দুপুরে নির্যাতিতাকে নিয়ে মিছিল করে সিঙ্গুর থানায় আসেন বিজেপিকর্মীরা। রমেশকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ দায়ের করলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। ওই বধূর অভিযোগ, প্রাণনাশের হুমকি থাকায় এতদিন তিনি চুপ ছিলেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে খুঁজছে পুলিশ। তৃণমূলের সিঙ্গুর ব্লক সভাপতি মহাদেব দাস বলেন, ‘‘অন্যায় করলে দল কাউকে রেয়াত করবে না।’’ হুগলি জেলা (গ্রামীণ) পুলিশ সুপার তথাগত বসু বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু হয়েছে।’’ অভিযুক্ত ফেরার বলে পুলিশের একটি সূত্রে দাবি।

নির্যাতিতার অভিযোগ, ‘‘আমপানে বাড়ি ভেঙে গিয়েছিল। এলাকার রমেশ কোলের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম। আমার বাড়ি দেখতে আসার নাম করে ঘরের ঢুকে দুই ছেলের সামনেই ও আমাকে ধর্ষণ করে।’’ সঙ্গে যোগ করেন: ‘‘আমার স্বামী ওই সময় বাড়িতে ছিলেন না। মারধর করে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল রমেশ। তাই এত দিন কাউকে কিছু বলিনি। ওর কঠোর শাস্তি চাই।’’ এ দিন বিকাল ৪টে নাগাদ সিঙ্গুরের বুড়োশান্তির দলীয় কার্যালয়ে থেকে কয়েকশো কর্মী-সমর্থককে নিয়ে মিছিল শুরু করেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। থানার সামনে রাস্তার উপরে বসে পড়েন বিজেপি কর্মীরা। ফলে, অবরুদ্ধ হয়ে পড়ে সিঙ্গুর-বনমালীপুর ও তারকেশ্বর-বৈদ্যবাটি রোড।

Advertisement

এ ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। মহাদেববাবুর বক্তব্য, ‘‘মহিলা থানায় গিয়ে অভিযোগ জানাতে পারতেন। পুলিশ অভিযোগ না নিলে ওঁরা বিক্ষোভ দেখাতে পারতেন। তা না-করে তাঁকে মিছিলে হাঁটিয়ে রাজনীতি করল বিজেপি।’’ পুলিশ সুপারের প্রতিক্রিয়া, ‘‘অভিযোগকারিণী নিজে না এসে কেন একটি রাজনৈতিক দলের মাধ্যমে থানায় এলেন, তা তিনিই বলতে পারবেন।’’ বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডের দাবি, ‘‘নির্যাতিতাকে প্রকাশ্যে আনা হয়নি। মিছিলে মুখ ঢাকা ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement