BJP

নারী নিগ্রহ নিয়ে ক্ষোভ বিজেপির

নারী নিগ্রহের ঘটনায় মুখ্যমন্ত্রী বিবৃতির দাবি করতে থাকেন বিরোধীরা। বিধানসভার ভিতরেই বিজেপি বিধায়কেরা কালো পতাকা দেখাতে থাকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৫৪
Share:

—প্রতীকী ছবি।

দিঘা, মালদহ, মুর্শিদাবাদ-সহ নানা জায়গায় শিশু ও নারী নিগ্রহের ঘটনার অভিযোগে বিধানসভার ভিতরে-বাইরে বিক্ষোভে নামল বিজেপি। নারী নিগ্রহের ঘটনা নিয়ে বিধানসভায় বুধবার মুলতুবি প্রস্তাব এনেছিলেন বিরোধী দল বিজেপির বিধায়কেরা। স্পিকার বিমান মুখোপাধ্যায় মুলতবি প্রস্তাব পাঠ করতে দিলেও তা নিয়ে আলোচনার অনুমতি দেননি। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মুলতুবি প্রস্তাব পাঠ করার সময়েই বিধানসভায় তুমুল হই-হট্টগোল শুরু হয়। নারী নিগ্রহের ঘটনায় মুখ্যমন্ত্রী বিবৃতির দাবি করতে থাকেন বিরোধীরা। বিধানসভার ভিতরেই বিজেপি বিধায়কেরা কালো পতাকা দেখাতে থাকেন। পরে বিধানসভার বাইরে বেরিয়ে এসে অগ্নিমিত্রার অভিযোগ, ‘‘গুরুত্বপূর্ণ যে কোনও বিষয়েই বিধানসভায় কথা বলতে দেওয়া হচ্ছে না। নারী নিগ্রহের মতো ঘটনা নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করতে গেলে আমাদের চুপ করিয়ে দেওয়া হচ্ছে! এই রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সুযোগ না থাকলে বিধানসভার গুরুত্ব কী?’’ দিঘায় এ দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল হয়েছে নারী নিগ্রহের ঘটনায়। রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য পাল্টা বলেছেন, ‘‘মহিলা বা শিশুদের প্রতি অন্যায় প্রতিরোধে মুখ্যমন্ত্রী সব সময় সতর্ক। আমাদের রাজ্য দেশের মধ্যে সব চেয়ে সুরক্ষিত। আজ যাঁরা এ সব প্রশ্ন তুলছেন, তাঁরা বলুন মণিপুর নিয়ে আলোচনা হল না কেন? উত্তরপ্রদেশে নারী বিদ্বেষের যে ঘটনা ঘটছে, তা নিয়ে আলোচনা নয় কেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement