Dilip Ghosh

Dilip Ghosh: কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি, এ ছাড়া তো আর কিছু করার নেই, ভবানীপুর প্রসঙ্গে দিলীপ

দিলীপ ঘোষ বলেন, ‘‘ভোট হচ্ছে মুখ্যমন্ত্রীর এলাকায়, তাই শান্তিপূর্ণ না হলে দেশ-দুনিয়ার সামনে আমাদের মুখ পুড়বে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৬
Share:

বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ফাইল ছবি।

বিজেপি-র লড়াইয়ের ফলে চাপে পড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পক্ষে এখন জেতা আদৌ সম্ভব না। তাই মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘুরতে হচ্ছে। শক্তি লাগিয়ে, গুন্ডা লাগিয়ে ভয় দেখিয়ে তিনি জেতার চেষ্টা করছেন। বুধবার মেদিনীপুরে দলীয় কর্মসূচি থেকে এমনই দাবি করলেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ‘‘আমরা আশা করব ভবানীপুরের ভোট শান্তিপূর্ণ হবে। তবে পশ্চিমবঙ্গের নির্বাচন একেবারে শান্তিপূর্ণ কল্পনা করা যায় না। যে হেতু ভোট হচ্ছে মুখ্যমন্ত্রীর এলাকায়, তাই শান্তিপূর্ণ না হলে দেশ-দুনিয়ার সামনে আমাদের মুখ পুড়বে।’’

Advertisement

ভবানীপুরে শাসকদলের গুন্ডাগিরির অভিযোগও তোলেন দিলীপ। তিনি বলেন, ‘‘অর্জুন সিংহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতাকেও আক্রমণের মুখে পড়তে হচ্ছে। এত টেনশন থাকলে ভোটটা হবে কী করে? সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোনোর সাহস পাবেন কোথা থেকে? আমরা নির্বাচন কমিশনের কাছে সমস্ত অভিযোগ জানিয়েছি। আশা করব শান্তিতে ভোট হবে। এ ছাড়া তো আর কিছু করার নেই।’’

দক্ষিণবঙ্গে জল জমা নিয়েও রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন দিলীপ। তাঁর অভিযোগ, ‘‘মমতা কলকাতাকে লন্ডন বানাতে গিয়ে ভেনিস বানিয়ে ফেলেছেন। ’’ তাঁর কটাক্ষ, ‘‘যিনি এ সব বলেছিলেন আজ তিনি কোথায়?’’

Advertisement

দিলীপের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে উপনির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হচ্ছে সেটা কি উনি ভুলে গেছেন? নিজেদের অপদার্থতা ঢাকতে প্রলাপ বকছেন দিলীপ ঘোষ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement