লকেট চট্টোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অপরূপা পোদ্দার। ফাইল চিত্র।
রাজ্য মন্ত্রিসভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাকে সাধুবাদ জানালেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পাশাপাশি, কটাক্ষ করলেন তৃণমূল নেতৃত্বকে। অন্যদিকে, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার শুক্রবার জানিয়েছেন, কোনও সমস্যা হলে দলের অন্দরেই তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত ডোমজুড়ের বিধায়ক রাজীবের।
লকেট শুক্রবার রাজীবের ইস্তফা প্রসঙ্গে বলেন, ‘‘বোঝাই যাচ্ছে তৃণমূল তাসের ঘরের মত ভাঙতে শুরু করেছে। যাঁরা ভালো মানুষ, যাঁরা মানুষের জন্য কাজ করতে চান তাঁদের সকলকে স্বাগত। তৃণমূলের দূর্নীতি, তোলাবাজির হাত থেকে বাংলাকে বাঁচাতে সকলে মিলে এক হয়ে কাজ করতে হবে। তবেই তৃণমূল সরকারকে উৎখাত করতে পারব। আগামী দিনে আরও মন্ত্রী, সাংসদ, বিধায়ক, নেতা-নেত্রী পদত্যাগ করবেন। দেখুন ২০২১-এ সরকারটাই না ভেঙে যায়।’’
অন্যদিকে, আরামবাগের সাংসদ অপরূপা বলেন, ‘‘রাজীবদা পদত্যাগ করেছেন শুনলাম। যদি কোনও সমস্যা থাকে, নেত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন। যদি মনোমালিন্য থাকে, মনে হয় কথার মাধ্যমে তার সুরাহা হতে পারে। আর যদি আগে থেকেই কোনো সিদ্ধান্ত নিয়ে নেন, তা হলে কিছু বলার নেই।’’