BJP

BJP: মমতা ও দিলীপের দাবি উড়িয়ে দিলেন অশোক

মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া আছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ০৬:২৭
Share:

বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শ্রীলঙ্কার অর্থনীতির মতো দেউলিয়া অবস্থা হতে চলেছে ভারতেরও। আবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, স্বজনপোষণ ও দান-খয়রাতির ধাক্কায় বাংলার অর্থনীতি শ্রীলঙ্কার পথে যেতে চলেছে। দুই দাবিই উড়িয়ে দিলেন বিজেপির অর্থনীতিবিদ-বিধায়ক বিধায়ক অশোক লাহিড়ি।

Advertisement

বালুরঘাটের বিধায়ক অশোকবাবু এ দিন বলেন, ‘‘এই মুহূর্তে ভারতের বৈদেশিক মুদ্রার অভাব নেই। তাই ভারত কোনও ভাবেই শ্রীলঙ্কা হবে না। যে হেতু বিষয়টি বৈদেশিক মুদ্রা নির্ভর, তাই কোনও রাজ্যের এই অবস্থা হওয়ার কথা নয়।” তবে কেন্দ্রের কাছে রাজ্য সরকারের আর্থিক দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক দাবি, কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া আছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা। সেই টাকা কেন্দ্র মিটিয়ে দিলেই তিনি পাঁচ বছরের জন্য পেট্রো-পণ্যের কর মুকুব করে দেবেন বলেও মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বক্তব্যকে হাতিয়ার করেই এ দিন আসরে নামেন অশোকবাবু। তিনি বলেন, “আকাশ-পাতাল দাবি করলেই হয় না! তার বাস্তব ভিত্তি থাকতে হয়। কেন্দ্রীয় সরকারের একটা হিসেব থাকে। তার উপরে নির্ভর করে রাজস্বের অংশ হিসেবে কোন রাজ্যকে কত টাকা দেবে, তা ঠিক করে অর্থ কমিশন। কিন্তু সেই পরিমাণ রাজস্ব আদায় না হলে কোথা থেকা টাকা দেবে?”

Advertisement

দুর্যোগ মোকাবিলার বকেয়া নিয়েও মুখ খুলেছেন অশোকবাবু। তাঁর বক্তব্য, “দাবি করলেই তো হল না। রাজ্যের আয়তন, জনসংখ্যা এবং ঝুঁকির সম্ভনার (রিস্ক ইনডেস্ক) উপরে নির্ভর করে, সেই রাজ্যকে কত টাকা অনুদান দেওয়া হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement