বাংলাদেশ হাই কমিশনে বিজেপির অভিযান

রাজ্য দলের উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়ের নেতৃত্ব এ দিন বিজেপি কর্মীরা পার্ক সার্কাসে পৌঁছনোর সঙ্গেই সঙ্গেই অবশ্য পুলিশ তাঁদের গ্রেফতার করে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ০১:১৩
Share:

কলকাতায় বাংলাদেশ হাই কমিশন।

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার কলকাতায় সে দেশের ডেপুটি হাই কমিশন অভিযান করল বিজেপি। রাজ্য দলের উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়ের নেতৃত্ব এ দিন বিজেপি কর্মীরা পার্ক সার্কাসে পৌঁছনোর সঙ্গেই সঙ্গেই অবশ্য পুলিশ তাঁদের গ্রেফতার করে।

Advertisement

পরে মোহিতবাবু জানান, কিছু দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছএ বাংলাদেশে সংখ্যালঘুদের ‘নিখোঁজ’ হয়ে যাওয়ার কথা বলেছিলেন ওই দেশেরই নাগরিক প্রিয়া সাহা। যার জেরে প্রিয়ার উপর প্রবল ‘চাপ’ তৈরি করেছে বাংলাদেশ। এরই বিরুদ্ধে এ দিন তাঁরা হাই কমিশনে গিয়েছিলেন স্মারকলিপি দিতে।

কিন্তু অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের সভা করতে দেয়নি। পুলিশ সূত্রে খবর, মোটা ৮৪ জন বিজেপি নেতা-কর্মীকে এ দিন গ্রেফতার করা হয়। বিকেলে তাঁদের ছেড়েও দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement