Suvendu Adhikari

‘হাজার কোটির নোটবদল’, শুভেন্দুর লক্ষ্য অভিষেক! কুণালের পাল্টা, উনি তো অভিষেক-বিরোধী দলনেতা

শুভেন্দু বলেন, ‘‘পুরনো নোট বদল করেছেন ভাইপো। আমি এক হাজার লোকের নাম দিয়ে দেব। পেট্রল পাম্পের মালিক, ব্যবসায়ী, বিভিন্ন থানার আইসিদের মাধ্যমে নোট বদল হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৯:১৮
Share:

এ বার অভিষেকের বিরুদ্ধে ‘নয়া’ অভিযোগ শুভেন্দুর। পাল্টা আক্রমণ করলেন কুণাল। —ফাইল চিত্র।

এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নোটবন্দির সময় তৃণমূল সাংসদ তাঁর আপ্ত সহায়কের মাধ্যমে হাজার কোটি টাকা নোটবদল করেছেন। তাঁর কাছে প্রমাণ আছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক।

Advertisement

রবিবার শুভেন্দু বলেন, ‘‘পুরনো নোট বদল করেছেন ভাইপো। আমি এক হাজার লোকের নাম দিয়ে দেব। পেট্রল পাম্পের মালিক, ব্যবসায়ী, বিভিন্ন থানার আইসিদের মাধ্যমে নোট বদল হয়েছে। কাকে এই রকম এক হাজার ব্যবসায়ীর নাম দিয়ে দেব। অনুব্রত (মণ্ডল) ১০০ কোটি বদল করলে ভাইপো এক হাজার কোটি টাকার নোট বদল করেছেন।’’

যদিও শুভেন্দুর এই অভিযোগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষের কথায়, ‘‘উনি আর বিরোধী দলনেতা নন। উনি অভিষেক-বিরোধী দলনেতা।’’ কুণালের সংযুক্তি, ‘‘যে অভিযোগ শুভেন্দু করছেন, তার উপযুক্ত প্রমাণ দিন। তা ছাড়া, উনি যে সময়ের কথা বলছেন, তখন উনি তৃণমূলেই আছেন। একাধিক দফতরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। তখন কেন এমন ঘটনার প্রতিবাদ করলেন না?’’

Advertisement

পরে বর্ধমানের স্বস্তিপল্লি ময়দানে সভা থেকে তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু। বলেন, ‘‘তৃণমূল সরকারের একটিই অ্যাজেন্ডা— টাকা, টাকা এবং টাকা। চুরি, চুরি আর চুরি। মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করাই লক্ষ্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement