বিভিন্ন শহরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মিছিল করছেন সুকান্ত।
পুলিশের বিরুদ্ধে তৃণমূলের হয়ে কাজ করার অভিযোগ বিজেপি নেতাদের মুখে নতুন নয়। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার হুঙ্কারের ভঙ্গিতে সেই অভিযোগ তুললেন। পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সুকান্ত বলেন, ‘‘তৃণমূলের পাশে পুলিশ না থাকলে আর তাদের মিথ্যা মামলা না থাকলে সারা রাজ্যে তৃণমূলকে ১৫ মিনিটে আমরা ঘরে ঢুকিয়ে দেব।’’
গত কয়েক দিন ধরেই বিভিন্ন শহরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে মিছিল করছেন সুকান্ত। বুধবার পুরুলিয়া স্টেশন থেকে শুরু হয়ে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে জেলা বিজেপি। মিছিল শেষে একটি পথসভায় ভাষণ দেন সুকান্ত। সেখানেই তাঁর বক্তব্যে ছিল হুঙ্কারের সুর। তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে এত যে বোমা বারুদ উদ্ধার হচ্ছে এর উৎস কোথায় তা রাজ্য সরকার জানাচ্ছে না কেন, শুধু বোমা বারুদ উদ্ধার করে নিষ্ক্রিয় করা হচ্ছে, কিন্তু এগুলি তো আপনা আপনি গজিয়ে উঠছে না?’’
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই সুরে তৃণমূলকে আক্রমণ করেন সুকান্ত। বলেন, ‘‘পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। শাসকের আইন চলছে।’’ পুরুলিয়া জেলায় বিজেপি কি শক্তি হারাচ্ছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পুরুলিয়া জেলা পরিষদ দখল করবে।’’