দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন সুকান্ত-শুভেন্দু
রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি তথা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখল বিজেপি। সেই চিঠির তলায় সই করেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সেই চিঠির কথা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন সুকান্ত।
দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে দেশের ১৮টি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের জোটের প্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা। ঐকমত্যের ভিত্তিতে বিরোধীদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে অন্যতম উদ্যোগী ছিলেন মমতা। একাধিক নামও প্রস্তাব করেন। শেষ পর্যন্ত তাঁর দলেরই যশবন্ত। তবু মমতাকে কেন ভোট দেওয়ার আবেদন জানিয়ে চিঠি? প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, ‘‘দ্রৌপদী মুর্মু প্রথম কোনও জনজাতি সম্প্রদায়ের রাষ্ট্রপতি হতে চলেছেন। আমার চাই বাংলার মুখ্যমন্ত্রীও তাঁকেই নির্বাচিত করুন।’’
সংখ্যার বিচারে অনেকটাই এগিয়ে দ্রৌপদী। বিজেপির শরিক নয় এমন অনেক দলই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। ফলে তাঁর জয় একরকম নিশ্চিত। তবুও মমতা-সহ রাজ্যের সব বিধায়ক এবং তৃণমূল ও কংগ্রেস সাংসদদের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। মমতাকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘দ্রৌপদীদেবীর বিজয় নিশ্চিত। তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনার কাছে তাঁর হয়ে ভোট প্রার্থনা করছি। কারণ, বর্তমান সময়ের কষ্ঠিপাথরে শ্রীমতি দ্রৌপদী মুর্মুর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া সর্বোত্তম পদক্ষেপ বলে আমরা মনে করি।’’