প্রিয়াঙ্গু পাণ্ডে। —নিজস্ব চিত্র।
প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের পরে তলব পেয়ে শনিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতরে হাজির হলেন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রিয়াঙ্গুর দাবি, “পাঁচ ঘণ্টার বেশি ছিলাম। এক ঘণ্টাও ঠিক করে জিজ্ঞাসাবাদ করেনি। বার বার বলেছি, পিপিপি মডেলে দরপত্র হয়েছিল। শুনছেই না। তৃণমূলের ইশারায় পুলিশ হেনস্থা করেছে। আদালতে যেতেই হবে।” প্রসঙ্গত, ওই বিজেপি বাড়িতে পুরসভার পিপিপি মডেলের একটি প্রকল্পকে নিয়ে অভিযোগ হয়েছিল। ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষের বক্তব্য, “মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন উনি। ওঁর সঙ্গে পিপিপি মডেলে চুক্তি থাকলেও, এখনও ৩০% প্রাপ্য পুরসভা পায়নি। তাই পুরসভা আইনের আশ্রয় নিয়েছে।”