Pradeep Ghosh

প্রদীপ ঘোষ প্রয়াত, কলকাতা পুরসভার দীর্ঘ সময়ের কাউন্সিলার দুর্গাপুজোর উদ্যোক্তা হিসাবেও ছিলেন খ্যাত

অনেক দিন আগে বিজেপিতে যোগ দিলেও প্রাক্তন কংগ্রেস নেতা হিসাবেই পরিচিতি বেশি প্রদীপ ঘোষের। কিছু দিনের জন্য তৃণমূলেও যোগ দিয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৪ ১৮:৪৩
Share:

প্রয়াত প্রদীপ ঘোষ। —ফাইল ছবি।

দীর্ঘ দিন অসুস্থতার পরে প্রয়াত রাজনীতিক প্রদীপ ঘোষ। বয়স হয়েছিল ৭৫ বছর। প্রায় ২৫ বছর কলকাতা পুরসভার কংগ্রেস কাউন্সিলর ছিলেন তিনি। এখন তাঁরই পুত্র সজল ঘোষ ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর।

Advertisement

শুধু রাজনীতিক হিসাবেই নয়, কলকাতায় দুর্গাপুজোর জাঁকজমকের শুরুর দিন থেকেই তাঁর ভূমিকা ছিল। এখন সজলের পুজো হিসাবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোয় একটা সময় পর্যন্ত কর্ণধার ছিলেন প্রদীপই।

ছাত্রজীবন থেকেই কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকলেও দলের সঙ্গে মতান্তর হওয়ায় প্রদীপ ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন। এর আগে এক বার তৃণমূলে যোগ দিলেও পরে ফিরে আসেন কংগ্রেসে। কিন্তু ২০১৪ সালে কলকাতা উত্তর লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র তৃতীয় স্থানে চলে আসায় প্রদীপের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে কংগ্রেসের অন্দরে। সেই সময়েই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। একটা সময় পর্যন্ত বলা হত মধ্য কলকাতার পুরসভার ৪৮, ৪৯, ৫০ এবং ওয়ার্ডে কংগ্রেসের হয়ে প্রদীপই শেষ কথা। তাঁর পুত্র সজল বলেন, ‘‘বাবা ২৫ বছরের বেশি সময় কাউন্সিলর ছিলেন। মেয়র বা ডেপুটি মেয়র হওয়া ছাড়া সব রকম দায়িত্বই পালন করেছেন।’’

Advertisement

বয়সজনিত কারণে নানা রোগভোগ চলছিলই। গত তিন মাস উত্তর কলকাতার একটি বেসরকারি হসাপাতালে ভর্তি ছিলেন। শেষ দিকে ভেন্টিলেশনে ছিলেন। সোমবার বিকেল পৌনে ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে দেহ বাড়িতে আনা হবে। এর পরে দুপুর ১২টায় শেষযাত্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement