বুধবার সায়েন্সি সিটিতে দিলীপ। নিজস্ব চিত্র
নিউটাউনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনার দিনেই কলকাতায় একটি বাইক মেলার উদ্বোধন করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সায়েন্স সিটিতে বিদ্যুৎচালিত বাইক মেলাটি চলবে রবিবার পর্যন্ত। সেই মেলার উদ্বোধন প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চান দেশে বিদ্যুৎচালিত গাড়ির সংখ্যা বাড়ুক। ২০৩০ সালের মধ্যে ভারতে সব গাড়িই যাতে বিদ্যুৎচালিত হয় সেটা কেন্দ্রের লক্ষ্য। এর ফলে পরিবেশ দূষণ থেকে অনেকটাই রক্ষা পাবে দেশ।’’
কলকাতায় এমন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের কোনও মন্ত্রী ডাক পাননি। আমন্ত্রিত ছিলেন না শাসক তৃণমূলের কোনও নেতাও। উদ্বোধনে দিলীপ কেন? আয়োজক সংস্থার প্রধান রাজীব অরোরা বলেন, ‘‘আমার সংস্থা দিল্লির। আমি এখানকার কাউকেই চিনি না। দিলীপবাবু আমার পরিচিত। আর উনি তো বাংলার সাংসদ এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। সেই কারণেই ওঁকে ডেকেছিলাম।’’
বাণিজ্য সম্মেলেনের মধ্যে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে দিলীপের দাবি, ভারতের অনেক জায়গাতেই বিদ্যুৎচালিত বাইক জনপ্রিয় হতে শুরু করেছে। আগামী দিনে এই রাজ্যেও তা হবে। পাশাপাশি, রাজ্য সরকারের বাণিজ্য সম্মেলনকে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘‘বছরের পর বছর ধরে এমন সম্মেলন হচ্ছে। আসলে টাকার শ্রাদ্ধ হচ্ছে, মানুষ কিছুই পায়নি। মানুষের করের টাকাই শুধু খরচ হয়েছে। আরও একটা নতুন নাটক শুরু হল। আগের পাঁচটা সম্মেলনের লাভ কী হয়েছে? কত টাকা খরচ হয়েছে? বাংলার মানুষকে এক বার জানানোর দরকার। এই ধরনের নাটক বন্ধ হওয়া দরকার।’’