Dilip Ghosh

Dilip Ghosh: জামিন পাচ্ছেন না বিজেপি কর্মীরা, আদালতকে ভয় দেখাচ্ছে! অভিষেককে দিলীপ

বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে তাঁর এই মন্তব্যের সমালোচনা করলেন বিজেপি নেতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১১:১৬
Share:

ফাইল ছবি

হলদিয়ার সভা থেকে শনিবার বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে তাঁর এই মন্তব্যের সমালোচনায় সরব হলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

তিনি বলেন, ‘‘সমস্ত আদালতকে ভয় দেখিয়ে রেখেছে। জামিন দেয় না বিজেপি কর্মীদের।’’ এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি পলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। দিলীপের কথায়,‘‘পুলিশকে বাড়ির চাকরের মতো রেখে দিয়েছে। আমাদের কর্মীদের অভিযোগ নেয় না। মৃতদেহ সৎকার করতে গেলেও কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।’’ তবে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির মতে, নিম্ন আদালতকে ‘ভয় দেখালেও’ হাই কোর্টকে তা করতে পারছে না। তাঁর মতে,‘‘ ওঁরা চাইছেন হাই কোর্ট ওঁদের কথা শুনুক। কিন্তু তা সম্ভব হচ্ছে না। হাই কোর্ট তাঁর নিজের মতো চলছে।’’

তৃণমূল দিলীপের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। দলের সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘ বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার ক্ষেত্রে যে দক্ষতা বিজেপির রয়েছে, তা অন্য কোনও রাজনৈতিক দলের নেই। তৃণমূল বিচারব্যবস্থার প্রতি আস্থাশীল। আদালতের নির্দেশ মেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তে সাহায্য করবে।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement