Bengaluru Suicide

দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত যুবক ও স্ত্রীর! চাঞ্চল্য বেঙ্গালুরুতে

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেরাও আত্মহত্যা করেছেন ওই দম্পতি। তবে ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৭:০১
Share:

(বাঁ দিকে) বেঙ্গালুরুর বাড়িতে চলছে তল্লাশি। মৃত দম্পতি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করলেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত এক যুবক ও তাঁর স্ত্রী। সোমবার সকালে বেঙ্গালুরুর আরএমভি এলাকার ভাড়াবাড়ি থেকে দুই শিশু ও দম্পতির দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়ছে, মৃতেরা হলেন অনুপ কুমার (৩৮), তাঁর স্ত্রী রাখী (৩৫) এবং তাঁদের দুই সন্তান অনুপ্রিয়া (৫) ও প্রিয়াংশ (২)। ওই পরিবার মূলত উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। অনুপ বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি সংস্থায় পরামর্শদাতা হিসাবে কাজ করতেন। পরিবারকে নিয়ে বেঙ্গালুরুতে ভাড়া থাকতেন তিনি। সোমবার সকালে রোজকার মতো অনুপদের বাড়ি কাজে এসেছিলেন পরিচারিকা। কিন্তু দীর্ঘ ক্ষণ ডাকাডাকির পরেও কেউ দরজা না খোলায় সন্দেহ হয় তাঁর। তখনই প্রতিবেশীদের ডাকেন তিনি। খবর দেওয়া হয় পুলিশেও। শেষমেশ পুলিশ এসে দরজা ভেঙে চার জনের দেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেরাও আত্মহত্যা করেছেন ওই দম্পতি। তবে ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। জানা গিয়েছে, ওই দম্পতির প্রথম সন্তান অনুপ্রিয়া বিশেষ ভাবে সক্ষম ছিল। সন্তানের দেখাশোনার জন্য তিন জন পরিচারক রাখা হয়েছিল। ছিল রান্নার লোকও। প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই দম্পতিকে দেখে কখনও বোঝা যায়নি যে, তাঁরা মানসিক অবসাদে ভুগছিলেন। সম্প্রতি সন্তানদের নিয়ে পুদুচেরি বেড়াতে যাওয়ারও পরিকল্পনা করেছিলেন তাঁরা। সেই মতো রবিবার রাতেই সমস্ত গোছগাছ হয়ে গিয়েছিল। সোমবার সকালে রওনা দেওয়ার কথা ছিল ওই পরিবারের। সে দিনই মিলল চার জনের দেহ!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement