Suvendu Adhikari

‘উনি আসবেন কি না জানা নেই’, মন্তব্য সিরাজের, শুভেন্দু প্রশ্নে নীরব বিজেপি

শুভেন্দুর দলে যোগ দেওয়া নিয়ে টুঁ শব্দটি পর্যন্ত করতে দেখা গেল না কোনও বিজেপি নেতাকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ২১:৪৭
Share:

কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার পর সিরাজ খান। —নিজস্ব চিত্র।

দিন কয়েক আগে পর্যন্ত তাঁকে নিয়ে ‘হাওয়া গরম’ করছিলেন বিজেপি নেতৃত্ব। পদ্মশিবিরে শুভেন্দু অধিকারীর ‘আগমন’ শুধু সময়ের অপেক্ষা বলে প্রকাশ্যে মন্তব্য করছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু বুধবার পূর্ব মেদিনীপুরের মেচেদার সভায় একেবারে উল্টো ছবি ধরা পড়ল। সেখানে শুভেন্দুর দলে যোগ দেওয়া নিয়ে টুঁ শব্দটি পর্যন্ত করতে দেখা গেল না কোনও বিজেপি নেতাকেই। বরং আগাগোড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করে গেলেন তাঁরা।

Advertisement

বিতর্কিত কৃষিবিলের সমর্থনে এ দিন মেচেদায় বিশাল সমাবেশের আয়োজন করে বিজেপি। তবে ভারতীয় জনতা মজদুর ইউনিয়নের ব্যানারে সমাবেশ হলেও, শুরু থেকেই মমতা এবং অভিষেকের বিরুদ্ধে আক্রমণ শানান দলের নেতারা। সভায় মূল বক্তা ছিলেন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। অভিষেককে নিশানা করে তিনি বলেন, ‘‘কাউকে জিজ্ঞেস করে দেখুন, কয়লা চোর কে? গরুর তস্করি কে করেন? সরকারি আধিকারিকদের কে বদলি করেন? উত্তর আসবে ভাইপো। ভাইপো কে গোটা রাজ্যের মানুষ তা ভাল করেই জানেন।’’

মমতাকে আক্রমণ করে কৈলাস বলেন, ‘‘মুখ্যমন্ত্রী, আপনার আসল চেহারা বেরিয়ে পড়েছে। আপনার পিছনে কত বড় সিন্ডিকেট চক্র, বালি মাফিয়া, কয়লা মাফিয়া রয়েছে, মানুষ তা বুঝে গিয়েছেন। গত ১০ বছর ধরে মানুষকে শোষণ করেছেন। এ বার আর মানুষ আপনাকে ক্ষমা করবেন না।’’

Advertisement

আরও পড়ুন: গোটা বাংলায় দলের পর্যবেক্ষক তিনিই, নাম না করে কাকে বার্তা দিলেন মমতা​

আরও পড়ুন: বড়দিনের আগেই ইউরোপে করোনা টিকাকরণের কাজ শুরু হবে: দাবি​

এ দিনের সমাবেশে শাসক ও বিরোধী দল থেকে অনেক নেতারই বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান ছাড়া কাউকেই সেখানে দেখা যায়নি। তবে বিজেপির কেন্দ্রীয় নেতারা শুভেন্দুর নাম মুখে না আনলেও, গলায় গেরুয়া উত্তরীয় ঝোলানোর পর শুভেন্দুর নাম টেনে আনেন সিরাজ। তবে একই সঙ্গে সাবধানী শোনায় তাঁকে। জানিয়ে দেন, শুভেন্দু দলে আসবেন কি না, জানা নেই তাঁর। সিরাজ বলেন, ‘‘তৃণমূলে কাজ করার সুযোগই পাচ্ছিলাম না। এসএমএস করে শুভেন্দু অধিকারীর আশীর্বাদ চেয়েছি। এখনও উত্তর পাইনি ওঁর কাছ থেকে। কথা বলার সুযোগও হয়নি। শুভেন্দুবাবু অনেক বড় মাপের নেতা। উনি বিজেপিতে আসবেন কি না, জানা নেই আমার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement