কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।
পুজো উদ্বোধনে কি কলকাতায় আসছেন অমিত শাহ? এমনই একটি দাবি শোনা গিয়েছে বিজেপি সূত্রে।
কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের দাবি, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে ২৬ সেপ্টেম্বর কলকাতায় আসতে পারেন শাহ। এর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সজল বলেন, ‘‘এখনও পর্যন্ত ঠিক হয়েছে তিনি পুজো উদ্বোধনে আসবেন। প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র পাঠানো হয়েছে। উনি মৌখিক ভাবে সম্মতিও জানিয়েছেন।’’
বিজেপি রাজ্য দফতর সূত্রেও জানা গিয়েছে, ইতিমধ্যে স্বরাষ্ট্র দপ্তরের কাছে আনুষ্ঠানিক আবেদনপত্র পাঠানো হয়েছে। যদি সম্ভবনা সত্যি হয়, তা হলে এটাই হবে খাস কলকাতা শহরে শাহের প্রথম পুজো উদ্বোধন। এর আগে ২০২০ সালে সল্টলেকের একটি পুজোর উদ্বোধনে এসেছিলেন শাহ।