ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
‘দুয়ারে সরকার’ কর্মসূচি যত এগোচ্ছে, তত ভয় পাচ্ছে বিজেপি। তাই এই কর্মসূচি নিয়ে তারা মানুষকে ভুল বোঝাচ্ছে বলে দাবি করল তৃণমূল। সোমবার তৃণমূল ভবনে বিজেপি-কে উদ্দেশ্য করে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘‘দুয়ারে সরকার কর্মসূচিতে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছেন। কিন্তু দুঃখের বিষয় এই সফলতার আলোয় কিছু রাজনৈতিক দল আসতে চায় না। তারা মানুষকে ভুল বোঝাচ্ছে।’’
১২টি সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে এসেছিল রাজ্য সরকার। এই কর্মসূচির জন্য রাজ্য জুড়ে দু’মাস ধরে পর্যায়ক্রমে কয়েক হাজার শিবির খুলেছেন প্রশাসনের আধিকারিকরা। রাজ্য সরকারের এই কর্মসূচি নিয়ে একাধিকবার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপি-র অভিযোগ, গত ১০ বছরে মানুষের জন্য কিছু করেনি তৃণমূল সরকার। তাই হেরে যাওয়ার ভয়ে ভোটের মুখে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়ে আসা হয়েছে। বিজেপি এই অভিযোগ তুললেও, তা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে অভূতপূর্ব সাফল্য পাওয়া গিয়েছে। তা দেখেই ভয় পেয়েছে বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে শশীর মন্তব্য, ‘‘আমাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা ১০ বছর ধরে মানুষের পাশে ছিলাম। এরপর দুয়ারে দুয়ারে সরকার যত হচ্ছে, বিজেপি তত হেরে যাওয়ার ভয় পাচ্ছে। আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করি, তাই ভয় পাই না।’’
‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে সরকারি পরিষেবা পেতে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে অনেক মানুষকে। কেউ অসুস্থ হয়েছেন, কেউ পরিষেবা না নিয়ে ফিরে গিয়েছেন। বিজেপি এইসব মানুষদের বেছে বেছে ভিডিয়ো করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে বদনাম করছে বলে অভিযোগ তোলেন শশী। তাঁর মতে, ‘‘লাইনটা দীর্ঘ থাকে তাই অনেককে অপেক্ষা করতে হয়। আমরা হয়তো ১০০ শতাংশ কাজ করতে পারিনি। কেউ ফিরে যাচ্ছেন, অসুস্থ হচ্ছেন, সেই সংখ্যাটা মাত্র ১%। কিন্তু যে ভাবে প্রচার করা হচ্ছে, সেটা দুঃখজনক।’’
আরও পড়ুন: বৈশাখীর গোসা ভাঙল না, এলেন না শোভনও, চরম বিব্রত বিজেপি
আরও পড়ুন: ২৩ জানুয়ারি ‘দেশনায়ক দিবস’ ঘোষণা মমতার, ফের জাতীয় ছুটির দাবি
রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে মোদী সরকার বাংলাকে কী ভাবে বঞ্চনা করেছে তা-ও তুলে ধরেন শশী। তিনি বলেন,‘‘শিয়ালদহ কোচ মেরামত কারখানায় ২০১৮ সালে বরাদ্দ ছিল ৪ কোটি টাকা। ২০১৯ সালে তা করা হয়েছে মাত্র ১ হাজার টাকা। একই অবস্থা আসানসোল ও হাওড়া কোচ মেরামত কারখানারও।’’ এ ছাড়া বাংলার কয়েকটি রেল প্রকল্পের কথা তিনি উল্লেখ করেন যেখানে মোদী সরকারের আমলে কোনও কাজই হয়নি।