দিলীপ ঘোষের দৌড়। নিজস্ব চিত্র
পুলিশের অনুমতি ছাড়াই রবিবার সকালে রেড রোডে দৌড়ল বিজেপি। টোকিয়ো অলিম্পিকে অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়দের উৎসাহ দিতে রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পর্যন্ত ওই দৌড় হয়। পুলিশ তাতে বাধা দেয়নি। যদিও করোনা নিয়ন্ত্রণ বিধি চালু থাকায় বিজেপি-র যুব মোর্চার ওই কর্মসূচিতে আপত্তি জানিয়ে দলকে চিঠি দিয়েছিল পুলিশ। চিঠিতে লেখা হয়েছিল, ওই বিধি অমান্য করা হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির দৌড় কর্মসূচিতে এ দিন ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, সাংসদ রাজু বিস্তা প্রমুখ। কলকাতা পুলিশের বক্তব্য, কোভিড বিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের একটি সূত্রের দাবি, এ দিন অনুষ্ঠানের সময়ে হস্তক্ষেপ করলে আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি তৈরি হতে পারত। সে কথা ভেবেই আটকানো হয়নি।