BJP

লকেটকে পথে বাধা, অবরোধ বিজেপির

সাংসদকে আটকানোয় বিজেপি সমর্থকেরা বারুইপুর ক্যানিং রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২০ ০৫:৫৬
Share:

নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝ়ড় বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করতে যাওয়ার পথে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকাল পুলিশ। বিজেপির বারইপুর জেলা বিজেপি অফিস থেকে শুক্রবার ক্যানিংয়ের তালদি এলাকায় ত্রাণ বিলি করবেন বলে বেরিয়েছিলেন লকেট। বারুইপুর-ক্যানিং রোডের পদ্মজোলা এলাকায় সাংসদের গাড়ি আটকায় পুলিশ। লকডাউন ও আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে সাংসদকে আটকানো হচ্ছে বলে জানানো হয়। শাসক দল তৃণমূলের বক্তব্য, লকডাউনের বিধি না মানায় পুলিশ যা ব্যবস্থা নেওয়ার, নিয়েছে।

Advertisement

সাংসদকে আটকানোয় বিজেপি সমর্থকেরা বারুইপুর ক্যানিং রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়। পদ্মজোলা মোড় থেকে ফিরে আসেন লকেট। তিনি বলেন, ‘‘দুর্গতেরা এখনও হাতে ত্রাণ পাননি। আমরা দুর্গতদের কাছে পৌঁছে ত্রাণ বিলি করতে চেয়েছিলাম। রাজ্য সরকারের পুলিশ রাজনৈতিক চাপে আমাদের ত্রাণ বিলি করতে আটকে দিয়েছে। বিজেপি সমর্থকদেরও কোনও ভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে না। এমনকি, মহিলা সমর্থকদের উপরেও লাঠি চার্জ করা হয়েছে।’’ তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী অবশ্য বলেন, ‘‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলছেন কেউ যেন ত্রাণ থেকে বঞ্চিত না হন।’’ বিজেপি সাংসদকে বাধা দেওয়া সম্পর্কে তাঁর বক্তব্য, ‘‘লকডাউনের নিয়ম না মানলে পুলিশ ব্যবস্থা নেবে। এই রকম সঙ্কটে এ সব রাজনৈতিক কথার অর্থ হয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement