নাগরিকত্ব নিয়ে প্রচার, কর্মী-প্রশিক্ষণ বিজেপির

এ রাজ্যেও এই আইনে আপত্তি জানিয়ে সরাসরি সংঘাতের রাস্তা নিয়েছে শাসক তৃণমূল-সহ সব অ-বিজেপি দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ০৩:১০
Share:

প্রতীকী ছবি।

সংশোধিত নাগরিকত্ব আইন ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে। কলকাতায় দলীয় বৈঠকে শুক্রবার এ কথা জানালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শিবপ্রকাশ। তবে সেই বিষয়টি নিয়ে হইচই না করে নাগরিকত্ব আইনের ‘সুফল’ প্রচারের কৌশল ব্যাখ্যা করেছেন তিনি। নাগরিকত্ব আইনের বিরোধিতায় সারা দেশে লাগাতার আন্দোলন চলছে। এ রাজ্যেও এই আইনে আপত্তি জানিয়ে সরাসরি সংঘাতের রাস্তা নিয়েছে শাসক তৃণমূল-সহ সব অ-বিজেপি দল। এই পরিস্থিতিতে দলের কর্মীদের মাঠে নামাতে এ দিন জাতীয় গ্রন্থাগারে এই কর্মশালার আয়োজন হয়েছিল। সেখানে মানুষের ভয় ভাঙাতে দলের কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলকাতার দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘প্রচারপত্র, পুস্তিকা তৈরি হচ্ছে। সে সব নিয়েই মানুষকে বোঝাতে হবে, মোদী সরকার মানুষের স্বার্থেই নাগরিকত্ব আইন করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement