BJP

মাংস-ভাত খেতে বিজেপির লোকেরাই তৃণমূলের সভায় যান! ‘সত্য’ ফাঁস পদ্মের বীরভূম সভাপতি ধ্রুব সাহার

দু’শো টাকা আর মাংস-ভাতের জন্য বিজেপির কর্মীরাই তৃণমূলের সভায় যান। বিজয়া সম্মিলনীর সভায় বক্তৃতা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন বীরভূমে দলের জেলা সভাপতি ধ্রুব সাহা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ১৫:০৬
Share:

ধ্রুব সাহা। —নিজস্ব চিত্র।

দু’শো টাকা আর মাংস-ভাতের জন্য বিজেপির কর্মীরাই তৃণমূলের সভায় যান। বিজয়া সম্মিলনীর সভায় বক্তৃতা করতে গিয়ে এমনই মন্তব্য করলেন বীরভূমে দলের জেলা সভাপতি ধ্রুব সাহা। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল।

Advertisement

সম্প্রতি গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে জেলায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। তা নিয়ে এমনিতেই উজ্জীবিত জেলা তৃণমূল। পুজো শেষ হতেই জেলার জায়গায় জায়গায় তারা বিজয়া সম্মিলনীর সভা শুরু করে দিয়েছে। বিজেপিও বিভিন্ন জায়গায় বিজয়া সম্মিলনীর সভা করছে। সোমবার মহম্মদবাজারে একটি সভা ছিল। সেই সভায় ধ্রুব বলেন, ‘‘আমার পাড়ার প্রায় সকলেই বিজেপির কর্মী। কিন্তু আমি দেখি, ওঁদের অনেকের টোটোতে তৃণমূলের পতাকা লাগানো। একবার জিজ্ঞাসা করেছিলাম। জানতে পারি, ২০০ টাকা আর মাংস-ভাত খাওয়ার জন্যই বিজেপি কর্মীরা তৃণমূলের সভায় যাচ্ছেন।’’ অনুব্রত এবং কাজল শেখকে নিয়েও মন্তব্য করেছেন ধ্রুব। তিনি বলেন, ‘‘এক দিকে অনুব্রত মণ্ডল বলছেন, ‘তুই মান আর না মান, আমি দলের সভাপতি।’ অন্য দিকে কাজল শেখ নিজেকে জেলা সভাধিপতি বলে দাবি করছেন।’’

ধ্রুবর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘বিজয়া সম্মিলনীতে এত সংখ্যক মানুষ দেখে বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছেন। তাই মানুষের সামনে আসার জন্য এ সব মন্তব্য করছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement