CII Appeal

সাত পরামর্শ বণিকসভার

বণিকসভা সিআইআইয়ের আর্জি, বাজেটে এমন কিছু পদক্ষেপ করা হোক যাতে বিপুল কর্মসংস্থান হতে পারে। আজ কেন্দ্রের কাছে সাত দফা পরামর্শ পেশ করেছে তারা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ০৮:১৭
Share:
বাজেটের আগে বণিকসভা সিআইআইয়ের আর্জি।

বাজেটের আগে বণিকসভা সিআইআইয়ের আর্জি। —প্রতীকী চিত্র।

সাধারণ মানুষের রোজগার কার্যত স্থির। তার উপরে যোগ হয়েছে চড়া মূল্যবৃদ্ধি। এই জোড়া সমস্যার ফাঁসে শিল্প সংস্থাগুলির পণ্য ও পরিষেবার বিক্রিবাটা ধাক্কা খেয়েছে। এই অবস্থায় বণিকসভা সিআইআইয়ের আর্জি, বাজেটে এমন কিছু পদক্ষেপ করা হোক যাতে বিপুল কর্মসংস্থান হতে পারে। আজ কেন্দ্রের কাছে সাত দফা পরামর্শ পেশ করেছে তারা। জোর দিয়েছে সামাজিক সুরক্ষা নিশ্চিত করে শ্রম বিধি কার্যকরে।

বণিকসভাটির ব্যাখ্যা, ভারতে কর্মী বাহিনীর গড় বয়স এখন ২৯ বছর। আবার বেশ কিছু দেশ অল্প বয়সি কর্মীর অভাবে ভুগছে। এই পরিস্থিতির সুবিধা কাজে লাগাতে সবিস্তার নীতি গ্রহণ করতে পারে কেন্দ্র। এক দিকে, শ্রম নিবিড় ক্ষেত্রগুলির সুবিধার জন্য সামগ্রিক ভাবে জাতীয় স্তরের কর্মসংস্থান নীতি তৈরি করুক তারা। বিভিন্ন মন্ত্রক ও দফতরের যে সমস্ত কর্মসংস্থানমুখী প্রকল্প রয়েছে সেগুলিকে ঐক্যবদ্ধ করে এক ছাতার নীচে আনা হোক। তৈরি করা হোক একটি পোর্টাল, যেখানে এই সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। সেই সঙ্গে গ্রামাঞ্চলে সরকারি দফতরে কলেজে শিক্ষিত যুবক-যুবতীদের জন্য চালু করা হোক ইন্টার্নশিপ কর্মসূচি। তাতে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনই সাধারণ শিক্ষা এবং কৌশল শিক্ষার ফারাক ভরাট করার সুযোগ তৈরি হবে। প্রশিক্ষিত কর্মী তৈরি হবে শিল্প ক্ষেত্রের জন্য। আবার বিদেশে কাজের যোগ্য কর্মীদের তথ্য ভান্ডার তৈরি করুক বিদেশ মন্ত্রক। তাঁদের কাজের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য বিভিন্ন দেশের সরকারের সঙ্গে গাঁটছড়া বাঁধুক মন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগ।

অর্থনীতিকে উজ্জীবিত করতে কর্মী বাহিনীতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধিতেও গুরুত্ব দিয়েছে সিআইআই। তাদের বক্তব্য, সেবা ক্ষেত্রকে সংগঠিত ক্ষেত্রের মর্যাদা দেওয়া হোক। শিল্প তালুকে সরকারের সহযোগিতায় গড়া হোক শিশুদের জন্য ক্রেশ।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন