Train accident

Bikaner Express Derailed: বিকানের এক্সপ্রেস দুর্ঘটনা: ঘটনাস্থলে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৯:৫৮
Share:

ঘটনাস্থলে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

বৃহস্পতিবার বিকেলে ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের লাইনচ্যুত ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। টুইটে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এ বার জানা গেল, ঘটনাস্থল পরিদর্শনে নিজেই আসছেন তিনি।

Advertisement

টুইটে রেলমন্ত্রী জানিয়েছেন, তিনি উদ্ধারকার্যের উপর নজর রাখছেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলেই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। বৈঠক চলাকালীনই দুর্ঘটনার খবর পান মমতা। রাজ্য সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলে সবিস্তারে গোটা বিষয়টি জেনে তিনিও প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement