অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: পিটিআই।
ভবানীপুর উপনির্বাচন তো বটেই, দেশের ক্ষমতা থেকেও সরাবেন বিজেপি-কে। এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় ভবানীপুর এলাকার লক্ষ্মীনারায়ণ মন্দিরের অডিটোরিয়ামে বাছাই করা ভোটারদের নিয়ে এক বৈঠকে বসেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর উপনির্বাচনে প্রচারে নেমে এক দিকে যেমন উপনির্বাচনে বিজেপি-কে হারানোর কথা বলেন তিনি, তেমনই ২০২৪ সালের লোকসভা ভোটে দেশের মসনদ থেকে বিজেপি-কে উৎখাত করার ডাকও দিলেন অভিষেক।
সভায় আগাগোড়াই হিন্দিতে বক্তৃতা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘‘ভবানীপুরে আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। ভ-এ ভবানীপুর হয়। ভ-এ ভারত হয়। আপনারা আস্থা রাখলে আমরা ভবানীপুরেও বিজেপি-কে হারাতে পারব। ভারতেও বিজেপি-কে হারাতে পারব। তৃণমূলই পারে বিজেপি-কে হারাতে।’’
ঘটনাচক্রে শনিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেছেন, ‘‘আমাদের দলে বাবুল সুপ্রিয় যোগ দিয়েছেন। তিন মাসে আরও অনেকেই যোগ দেবেন। আসলে বিজেপি-র বিনাশ শুরু হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘সিবিআই-ইডি দিয়ে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমরা ওদের কোনও কিছুকেই ভয় করি না। আপনারা আমাদের উপর আস্থা রাখলে আগামী দিনে দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাসঙ্গিক হবেন।’’
প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনে এই প্রথম প্রচারে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ভবানীপুর বিধানসভা এলাকায় অবাঙালি ভোটারদের নিয়েই এই ঘরোয়া বৈঠক আয়োজিত হয়েছিল।