ছবি: সংগৃহীত।
আগামী ২০২১ সালের মধ্যে রাজ্যের দেড় কোটি মানুষকে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় আনতে চায় রাজ্য সরকার। আর মহিলাদের পাশাপাশি পুরুষদেরও ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিধানসভায় মঙ্গলবার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়ে বলেন, ‘‘এখন রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ৯৫ লক্ষ ৯০ হাজার ৯৬০। আর স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ৯ লক্ষ ৫৭ হাজার ৭৯৬। ওই গোষ্ঠীর সদস্য সংখ্যা বাড়ানো এবং পুরুষদেরও এর আওতায় আনার মধ্য দিয়ে আরও বেশি মানুষের বিকল্প আয়ের পথ খুলে যাবে।’’ সিপিএম বিধায়ক সুজিত চক্রবর্তী মন্ত্রীকে জানান, তাঁর বিধানসভা কেন্দ্র বড়জোড়াতে স্বনির্ভর গোষ্ঠীর ১৩ হাজার ঋণের আবেদন ব্যাঙ্কে পড়ে আছে। কিন্তু ঋণ মেলেনি। মন্ত্রী বলেন, সুজিতবাবু-সহ সব বিধায়ক যেন তাঁকে এই সমস্যা বিস্তারিত তথ্য দিয়ে জানান।