কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। —ফাইল চিত্র।
২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে দেশে রাজনৈতিক হিংসায় প্রাণ গিয়েছে ২৩০ জনের, যার মধ্যে পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ২৭ জন। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, “পশ্চিমবঙ্গ তো কেন্দ্রকে তথ্য পাঠায় না। সঠিক সময়ে সঠিক তথ্য পাঠালে রাজ্যের পরিসংখ্যান আরও বাড়ত।”
পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে বিজেপি কর্মীদের উপরে শাসক দলের অত্যাচার ও আক্রমণ নিয়ে সরব বিজেপি। তাদের দাবি, বিধানসভা নির্বাচনের পর থেকে তা আরও বৃদ্ধি পেয়েছে। এই আবহে দেশে ২০১৭-২০১৯ সালের মধ্যে কত জন মারা গিয়েছেন, সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, ওই সময়ে দেশে ২৩০ জন রাজনৈতিক সন্ত্রাসে মারা গিয়েছেন। শীর্ষে ঝাড়খণ্ড। মৃতের সংখ্যা ৪৯ জন। তার পরে পশ্চিমবঙ্গ ২৭ এবং তৃতীয় স্থানে রয়েছে বিহার। সে রাজ্যে ওই সময়ে ২৬ জন মারা গিয়েছিলেন। আজ এ প্রসঙ্গে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ন্যাশনাল ক্রাইম রেকর্ড বুরো-র কাছে বছরের পর বছর তথ্য না-পাঠানোর অভিযোগ রয়েছে। তথ্য পাঠালে ওই পরিসংখ্যান আরও বাড়ত। তা ছাড়া পশ্চিমবঙ্গে তো পুলিশকে নির্দেশ দেওয়া রয়েছে, শাসক দলের হিংসার অভিযোগের এফআইআর যেন না-করা হয়।”