Citizenship Amendment Act

‘ফ্যাসিস্ট সরকার চলছে’, এনআরসি-সিএএ-র প্রতিবাদে পথে অপর্ণা-কৌশিকরা

এ দিন দুপুরে মৌলালির রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হয়। এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় শেষ হবে মিছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৪:৩২
Share:

বৃহস্পতিবার প্রতিবাদী মিছিলে অংশ নিলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন-সহ অনেকে। —নিজস্ব চিত্র।

সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জির প্রতিবাদে এ বার পথে নামলেন বিশিষ্টজনেরাও। রাজনৈতিক দলের পতাকা-ব্যানার ছাড়াই বহু মানুষ তাঁদের সঙ্গে পা মিলিয়েছেন। বৃহস্পতিবারের ওই মিছিলের প্রথমের সারিতেই ছিলেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন-সহ অনেকে। রয়েছেন রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অসংখ্য পড়ুয়াও।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত শুক্রবার থেকেই রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। ট্রেন-বাসে ভাঙচুর থেকে শুরু করে অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে। হিংসার পথ থেকে সরে এসে পথে নেমে প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত তিন দিন ধরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করেন মমতা। বহু মানুষ সেই মিছিলে অংশ নেন। এ বার পথে নামলেন বিশিষ্টজনেরাও।

সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল করতে হবে, দেশে জাতীয় নাগরিক পঞ্জি করা যাবে না—স্লোগান উঠছে এ দিনের মিছিল থেকে। বৃহস্পতিবার দেশ জুড়ে বিশিষ্টজনেরা এই ইস্যুতে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এ দিন অপর্ণা সেন বলেন, “সারা দেশের মানুষ এই আইন মানছে না। ধর্মনিরপেক্ষতা মানুষকে আঠার মতো জুড়ে রেখেছে। যত দিন না এই আইন বাতিল হবে এই আন্দোলন চলবে।’’

Advertisement

কৌশিক সেন কেন্দ্রীয় সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলে বলেন, “ফ্যাসিস্ট সরকার চলছে। আমার তো মনে হয় লম্বা লড়াই চলবে। এটাতো ফ্যাসিস্ট সরকার, তাই খুব তাড়াতাড়ি লড়াই শেষ হবে না বলেই মনে হচ্ছে।”

মৌলালির রামলীলা ময়দান থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হয় মিছিল। ছবি: টুইটার সৌজন্যে।

পথে নেমেছেন অভিনেতা ঋদ্ধি সেনও। তাঁর বক্তব্য, “দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। যাঁরা এই আইন মানছেন না, তাঁরা প্রতিবাদ করছেন। এই লড়াই চলবে।”

এ দিন দুপুরে মৌলালির রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হয়। এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় শেষ হবে মিছিল। প্রতিবাদ মিছিল কেন করতে দেওয়া হবে না, সেই প্রশ্নও তুলেছেন অপর্ণা সেন। তিনি বলেন, “আমাদের কেন আন্দোলন করতে দেওয়া হবে না? কেন ১৪৪ ধারা জারি করা হয়েছে? আন্দোলন চলবে।” দিল্লিতে বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করারও তীব্র নিন্দা করেছেন অপর্ণা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement