BGBS

Bengal Business Global Summit 2022: আগের ৫ বাণিজ্য সম্মেলন থেকে কত লগ্নি বাস্তবায়িত হয়েছে? মমতাকে প্রশ্ন বিজেপির অশোকের

বিনিয়োগের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী। জানতে চাইলেন, গত পাঁচটি বাণিজ্য সম্মেলনে আসা কত বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়িত হয়েছে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১৮:৩৪
Share:

অশোক লাহিড়ি। ফাইল চিত্র ।

বুধবার থেকে রাজ্যে শুরু হয়েছে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। আর সেই দিনই বিনিয়োগের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফেলে দিলেন প্রশ্নের মুখে। জানতে চাইলেন, গত পাঁচটি বাণিজ্য সম্মেলনে আসা কত বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়িত হয়েছে?

এক ভিডিয়ো বার্তায় বালুরঘাটের বিধায়ক বলেন, ‘‘পশ্চিমবঙ্গের বিধায়ক হিসেবে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে তার ভাল পরিণাম হোক সেই আশা আমিও করি। আমাদের প্রদেশ থেকে হাজারে হাজারে মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য প্রদেশে যান চাকরির জন্য। প্রশ্ন হচ্ছে, অন্য প্রদেশ থেকে আমাদের এখানে মজুরি কম। কিন্তু শিল্পপতিরা এখানে কেন আসছেন না আমাদের শ্রমিকদের চাকরি দিতে?’’ তিনি আরও বলেন, ‘‘বিনিয়োগকারীরা খুব হিসেব করে পদক্ষেপ করেন। কোথায় কত মুনাফা হবে সেই হিসেব করেন। আমার সনির্বন্ধ অনুরোধ মাননীয়া মুখ্যমন্ত্রীকে, উনি সম্মেলন করছেন করুন। কিন্তু যে যে মৌলিক কারণে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হচ্ছে না যেমন, পরিকাঠামোগত খামতি, রাস্তাঘাট, বন্দর ও প্রশাসনের স্বচ্ছতার অভাব এবং জমি অধিগ্রহণের অসুবিধা। সেই বিষয়গুলির সমাধান করুন।’’

Advertisement

এরপরেই অশোক প্রশ্ন করেন, ‘‘যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হল পাঁচটি সম্মেলন হয়ে গিয়েছে। পাঁচটি সম্মেলনে যতদূর আমার ধারণা ১২ লক্ষ ৩৫ হাজার ৫৭৮ কোটি টাকা বিনিয়োগের কথা হয়েছিল। মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের তালিকা দিন এবং জানান কত টাকার লগ্নি ইতিমধ্যেই হয়ে গিয়েছে! এটা জানার আগ্রহ আমার রইল। এটা জানলে আমাদের আশা ও আত্মবিশ্বাস বেড়ে যাবে।’’ মোট বিনিয়োগের বাস্তবতার কথা জানতে চেয়ে আসলে মুখ্যমন্ত্রীকে অস্বস্তিতে ফেলতে চেয়েছেন বিজেপি বিধায়ক, এমনটাই মত বাংলার রাজনীতির কারবারিদের একাংশের। বামফ্রন্ট সরকারের জমানায় শিল্প উদ্যোগ নিয়েও মন্তব্য করেছেন অশোক। এই অর্থনীতিবিদ বলেছেন, ‘‘১৯৯৪ সাল থেকে ২০০৩ অবধি বামফ্রন্টের আমলে সোমনাথ চট্টোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান। উনি বহু জায়গায় গিয়ে বহু প্রচেষ্টা করেছেন। অনেক মৌ স্বাক্ষরিত হয়েছিল। কিছু ফল হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই ফল হয়নি। কারণ শিল্পপতিরা আবেগে উচ্ছ্বাসে বিনিয়োগ করেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement